বাংলাদেশের মহিলা প্রথমঃ
- প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া
- প্রথম মহিলা বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা
- প্রথম মহিলা সচিব জাকিয়া আখতার
- প্রথম মহিলা কর কমিশনার ফেরদৌস আরা বেগম
- প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী
- প্রথম মহিলা কুটনীতিবিদ তাহমিনা হক ডলি
- প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা
- প্রথম মহিলা বিগ্রেডিয়ার সুরাইয়া বেগম
- প্রথম মহিলা এস.পি বেগম রওশন আরা
- প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা
- বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট জয়ী – নিশাত মজুমদার (২০ শে মে, ২০১২)।
- বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপার -সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস (০৭/০২/২০১৩)
- বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার -এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)
- প্রথম মহিলা ব্যারিষ্টার মিসেস রাবেয়া ভূইয়া
- প্রথম মহিলা কাস্টমার কমিশনার হাসিনা খাতুন
- প্রথম মহিলা নোটারী পাবলিক কামরুন নাহার লাভলী
- প্রথম মহিলা মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী
- প্রথম মহিলা ডীন বেগম আজিকুন্নেসা
- প্রথম মহিলা প্রো ডিভি (ঢাঃবিঃ) জিন্নতুন নেসা হাতমিদা বেগম
- প্রথম মহিলা পিএসসির চেয়ারম্যান জিন্নতুন নেসা হাতমিদা বেগম
- প্রথম মহিলা অধ্যক্ষ অধ্যাপিকা ড. হোসেন আরা
- প্রথম মহিলা ওসি রাশিদা পারভীন
- প্রথম মহিলা শোর্ড অব অনার লাভকারী মারজিয়া ইসলাম (নৌ বাহিনী )
- প্রথম মহিলা বিটিভির মহাপরিচালক ফেরদৌস আরা বেগম
- প্রথম মহিলা বাংলা একাডেমীর মহাপরিচালক ড. নীলিমা ইব্রাহিম
- প্রথম জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ
- রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপক আনিসা হামিদ (সোনালী ব্যাংক)
- ব্যাংকিং খাতে প্রথম মহিলা ব্যবস্থাপনা পরিচালক আনিসা হামিদ (কমার্স ব্যাংক)
- অল উইমেন ফ্লাইট পরিচালনকারী প্রথম মহিলা ক্যাপ্টন শাহানা
- প্রথম মহিলা বীর প্রতীক খেতাব লাভকারী ক্যাপ্টন সেতারা বেগম
- প্রথম মহিলা ভূ-তত্ত্ববিদ আফিয়া আখতার
- প্রথম মহিলা সিএ ডিগ্রি লাভকারী সুরাইয়া জান্নাত
- প্রথম মহিলা বাঙ্গালী মুসলিম ডাক্তার ডা.জোহরা বেগম কাজী
- প্রথম ষ্টেট টিউব শিশু ডাক্তার ডা.পারভিন ফাতেমা
- প্রথম মহিলা এডিশনারি ডিআইজি ফাতেমা বেগম
- প্রথম মহিলা ট্রেন চালক সলমা খান
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর