বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটকঃ কুলীনকুল সর্বস্বর, চয়িতাঃ রাম নারায়ন তর্করন্ত, প্রকাশকালঃ১৮৫৪ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটকঃ একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকালঃ ১৮৫৯ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটকঃ ভদ্রাজুন, রচয়িতাঃ তারাপদ সিকদার, প্রকাশকালঃ১৮৫২ সাল।
বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটকঃ কৃষ্ণকুমারী, রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকালঃ ১৮৬১ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডিঃ কীর্তি বিলাস, রচয়িতাঃ যোগেন্দ্র নাথ গুপ্ত, প্রকাশকালঃ১৮৫২ সাল।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যঃ পদ্মিনী উপাখ্যান, রচয়িতাঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, প্রকাশকালঃ ১৮৫৮ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যঃ মেঘনাদবধ, রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকালঃ১৮৬১ সাল।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকঃ স্বর্ণকুমারী দেবী, উপন্যাসঃ মেবার রাজ, প্রকাশকালঃ ১৮৭৭ সাল।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস - প্রিলিমিনারি - বাংলা ভাষা ও সাহিত্য - প্রথম"