বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি ব্রিটিশ শাসনামল

  • কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় – ১৬৯০ সালে
  • বর্গী নামে  পরিচিতি ছিল – মারাঠারা
  • বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন – মীর কাসিম
  • ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল – বক্সারে
  • বক্সারের যুদ্ধ হয়েছিল – ১৭৬৪ সালে
  • ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন বা ‘রেগুলেটিং এ্যাক্ট’পাশ হয় – ১৭৭৩ সালে
  • উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন – ইংরেজ শাসক ওয়ারেন হেষ্টিংস
  • পাঁচশালা বন্দোবস্তের  প্রর্বতন করেন – ওয়ারেন হেস্টিংস
  • আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন – লর্ড বেন্টিঙ্ক
  • সতীদাহ প্রথার বিলোপ সাধন  করেন – লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)
  • উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি  ইংরেজী শিক্ষার  প্রবর্তন করেন – লর্ড বেন্টিঙ্ক
  • বিধবা বিবাহ আইন প্রচলন করেন লর্ড ক্যানিং – (১৮৫৬ সালে)
  • উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন – লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে
  • উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার  প্রচলন করেন – লর্ড ক্যানিং
  • উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় – ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে
  • সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন – মায়ানমারে
  • মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত – মায়ানমারে
  • আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন – আবদুল গনি, ১৮৭২ সালে
  • কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন
  • ঢাকা পৌরসভা স্থাপিত হয় – ১৮৬৪ সালে
  • পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম ছিল – ভিক্টোরিয়া পার্ক
  • উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিলেন – লর্ড মাউন্ট ব্যাটন

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline