বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি ব্রিটিশ শাসনামল

  • ইংরেজরা বাংলা আক্রমন করে — ১৬৮৬ সালে
  • নবাব সিরাজু্‌দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন — ২০ জুন ১৭৫৬
  • নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় — ১৭৫৬ সালে
  • ইংরেজরা  কলকাতা অধিকার করে — ০২ জানুয়ারী ১৭৫৭
  • পলাশীর যুদ্ধ  সংঘটিত হয় — ২৩ শে জুন, ১৭৫৭ সালে
  • নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন — ১৭৩৩  খ্রিষ্টাব্দে
  • নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে — ১৭৬৪ সালে
  • উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর – লর্ড ক্লাইভ
  • দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন – লর্ড ক্লাইভ
  • দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয় – ১৭৬৭ সালে
  • দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত হয় – লর্ড ক্লাইভ
  • বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা  রহিত করেন – ওয়ারেন হেষ্টিংস
  • নিলাম সুত্রে  জমি বন্দোবস্তের প্রথা চালু করে – ওয়ারেন হেষ্টিংস
  • ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন – ১৭৭২ সালে
  • চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস – (১৭৯৩ সালে)
  • ছিয়াত্তরের মম্বন্তর  হয়েছিল – ১১৭৬ বাংলা সালে (১৭৭০ ইংরেজী সালে)
  • পঞ্চাশের মম্বন্তর  হয়েছিল – ১৩৫০ বাংলা এবং ১৯৪৩ ইংরেজী সালে
  • ‘অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল — ১৭৫৬ সালে
  • বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন — ওয়ারেন হেস্টিংস

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline