চন্ডীমঙ্গল কাব্য
চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম মানিক দত্ত।
ষোড়শ শতকে চন্ডীমঙ্গল কাব্যর সর্বাধিক প্রসার ঘটে
চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত বিস্তৃত
চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী
কবি মুকুন্দ রাম জন্মগ্রহন করেন বর্ধমান জেলার দামুন্যা গ্রামে
মুকুন্দ রাম সভাসদ ছিলেন মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের।
মুকুন্দ রামকে ‘কবিকঙ্কন’ উপাধি দেন জমিদার রঘুনাথ শ্রী শ্রী চন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য।
মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কাব্যর অন্যান্য নাম অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরিমঙ্গল, চন্ডীমঙ্গল প্রভৃতি।
উল্লেখ্যযোগ্য কবির নাম দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।
ধর্মমঙ্গল কাব্য
ধর্মমঙ্গল কাব্যের কাহিনী দুটি। যথাঃ (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট।
‘হাকন্দপুরান’ ময়ূর ভট্ট রচিত কাব্য গ্রন্থ।
শ্যাম পন্ডিত ধর্মমঙ্গলের অন্যতম কবি ছিলেন
নিরঞ্জন মঙ্গল শ্যাম পন্ডিত এর কাব্য গ্রন্থের নাম
সা’ বারিদ খান রচিত মঙ্গল কাব্যর নাম বিদ্যাসুন্দর
কবিরঞ্জন’ রাম প্রসাদ সেন এর উপাধি, রাম প্রসাদ সেনকে ‘কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কবিরঞ্জন
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।