বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি সরকার ব্যবস্থা

বাংলাদেশের সরকার- সংসদীয় পদ্ধতির

সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান- রাষ্ট্রপতি

সংসদীয় পদ্ধতিতে সরকারপ্রধান- প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় কার্যক্রম চলে- রাষ্ট্রপতির নামে

প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম-প্রধান বিচারপতির নিয়োগ দান।

রাষ্ট্রপতির মেয়াদকাল  বছর-কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন  মেয়াদকাল-২ মেয়াদকাল।

আদালতের এখতিয়ার নেই-রাষ্ট্রপতির উপর।

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন-স্পিকারের উদ্দেশ্যে।

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে-রাষ্ট্রপতি।

এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে-রাষ্ট্রপতি।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে-সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।

এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের তম প্রেসিডেন্ট-২০তম।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে-তাজউদ্দিন আহমেদ।

শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের তম প্রধানমন্ত্রী-  ১৪ তম।

বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে  হবে-৩৫ বছর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে  হতে হবে-২৫ বছর।

জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে  হতে হবে-২৫ বছর।

প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম-প্রধান বিচারপতির নিয়োগ দান।

রাষ্ট্রপতির মেয়াদকাল  বছর-কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন  মেয়াদকাল-২ মেয়াদকাল।

কার উপর আদালতের এখতিয়ার নেই-রাষ্ট্রপতি।

জাতীয় সংসদের সভাপতি কে- স্পিকার।

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন-স্পিকারের উদ্দেশ্যে।

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে-রাষ্ট্রপতি।

এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে-রাষ্ট্রপতি।

বাংলাদেশের সর্বোচ্চ আদালত -সুপ্রীম কোর্ট।

সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে-২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।

সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল -৬৭ বছর পর্যন্তু।

বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা টি-৩৫০ টি।

সাধারন নির্বাচিত আসন সংখ্যা টি-৩০০ টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা টি- ৫০ টি।

বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন -পঞ্চগড়-১।

বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন -বান্দরবান।

গণ-পরিষদের প্রথম স্পিকার কে-শাহ আব্দুল হামিদ।

গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে- মোহাম্মদ উল্ল্যাহ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline