বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি প্রাচীন কাল

গুপ্ত সাম্রাজ্যঃ

গুপ্তবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)

শ্রীগুপ্ত; ঘটোৎকচ; প্রথম চন্দ্রগুপ্ত; নিশামুসগুপ্ত; সমুদ্রগুপ্ত; রামগুপ্ত; দ্বিতীয় চন্দ্রগুপ্ত; প্রথম কুমারগুপ্ত; স্কন্ধগুপ্ত; পুরুগুপ্ত; দ্বিতীয় কুমারগুপ্ত; বুদ্ধগুপ্ত; নরসিংহগুপ্ত বালাদিত্য; তৃতীয় কুমারগুপ্ত; বিষ্ণুগুপ্ত; বৈন্যগুপ্ত; ভানুগুপ্ত

[গুপ্ত বংশের পতনের পর বাংলায় এক  অরাকজ অবস্থার উদ্ভব হয় । সে সময়ে কোন শক্তিশালী কেন্দ্রীয় শাসন না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলে অনেকগুলো স্থানীয় শাসনকর্তার উদ্ভব হয় এবং তারা তাদের ইচ্ছেমত শাসন করতে থাকে । এই নেতৃত্বহীন অরাজক সময়টাকে ইতিহাসে ‘মাৎসান্যায়বলে অভিহিত করা হয়েছে । এ অরাজক অবস্থার অবসান হয় বাংলার প্রথম স্বাধীন সম্রাট শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসলে । ধারণা করা হয়, তিনি বাঙালি বা স্থানীয় ছিলেন । সেই হিসেবে মুক্তিযুদ্ধের আগে শশাঙ্কই বাংলার সর্বশেষ বাঙালি অধিপতি ।]

  • প্রতিষ্ঠাতা – শ্রীগুপ্ত (শ্রীগুপ্ত না থাকলে উত্তর দিতে হবে চন্দ্রগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত)
  • গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় ৩২০ খ্রিঃ পূর্বাব্দে
  • গুপ্তযুগে বঙ্গের ভাগ  ছিল দুটি 
  • গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা- সমুদ্রগুপ্ত
  • চন্দ্রগুপ্ত মৌর্যর রাজধানী- পাটলীপুত্র
  • সমুদ্রগুপ্তের মুদ্রা- অশ্বমেধ পরিক্রমা
  • ফা-হিয়েন ভারতবর্ষে আসেন- দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
  • দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি- বিক্রমাদিত্য, সিংহবীর
  • অজান্তার গুহাচিত্রের সৃস্টি – গুপ্তযুগে
  • ভারতীয় নেপোলিয়ন বলা হত – সমুদ্রগুপ্তকে
  • কালিদাস ছিলেন – গুপ্ত যুগের কবি
  • কালিদাসের মহাকাব্য- মেঘদূত
  • সর্ব প্রথম  চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন – ফা-হিয়েন
  • ফা-হিয়েন য়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন  দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়ে 
  • ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ  ছিল – বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা 
  • ফা-হিয়েন ভারতবর্ষে অবস্থান করেন – তিন বছর 
  • গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে  – স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে 
  • গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল – ৩২০-৫৫০ খ্রিঃ 
  • গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা  ছিলেন – ১ম চন্দ্রগুপ্ত
  • ১ম চন্দ্রগুপ্তের উপাধি  ছিল – রাজাধিরাজ 
  • সমূদ্রগুপ্ত  সিংহাসনে আরোহন করেছিল – ৩৩৫ খ্রিঃ 
  • সমূদ্রগুপ্ত রাজ্য শাসন করেন – ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু) 
  • সমূদ্রগুপ্তের পিতা ছিলেন – ১ম চন্দ্রগুপ্ত 
  • মহাকবি কালিদাস সভাকবি ছিলেন – ২য় চন্দ্রগুপ্ত 
  • ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল – ৩৮০-৪১৩ খ্রিঃ 

উপমহাদেশে আলেকজান্ডারের আগমনঃ

  • আলেকজান্ডার ছিলেন- গ্রিসের অধিবাসী
  • আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা
  • প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত
  • ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার
  • আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline