বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি প্রাচীন কাল
বাংলার প্রথমঃ
- প্রথম সাম্রাজ্য- মৌর্য
- প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক
- প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ
- শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
মৌর্য সাম্রাজ্যঃ
মৌর্যবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)
চন্দ্রগুপ্ত মৌর্য> বিন্দুসর> সম্রাট অশোক> দাশরথ> সম্প্রতি> সালিশুকা> দেববর্মণ> শতধনবান> বৃহদ্রথা
- প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য
- রাজধানী- পাটলীপুত্র
- প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য- মৌর্য সাম্রাজ্য
- প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য স্থাপন করেন- চন্দ্রগুপ্ত মৌর্য
- সম্রাট অশোক ছিলেন – মৌর্য সম্রাট
- সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে
মৌর্য বংশ সম্পর্কে আরো কিছু তথ্য-
- প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট- চন্দ্রগুপ্ত মৌর্য
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – চন্দ্রগুপ্ত মৌর্য
- সর্বশেষ মৌর্য সম্রাট – বৃহদ্রথ
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল – বিক্রামাদিত্য
- চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন – রাজা হর্ষবর্ধন এর আমলে
- ভারত বর্ষ থেকে গ্রীকদের বিতাড়িত করেন – চন্দ্রগুপ্ত
- নন্দবংশের শেষ রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন – চন্দ্রগুপ্ত
- ইন্ডিকা (Indika) নামক বিবরনমুলক গ্রন্থের লেখক – মেগাস্থিনিস
- অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক – কৌটিল্য
- কৌটিল্য আমলে চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী – চানক্য ও বিষ্ণুগুপ্ত
- মৌর্য সাম্রাট অশোক ছিলেন – বিন্দু সারের পুত্র
- অশোক কলিঙ্গ জয়ে বের হন – ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে
- মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল – পুন্ডনগর
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।