উপগর্স অর্থ উদাহরণ/ প্রয়োগ:
তৎসম বা সংস্কৃত উপসর্গ:
প্র
প্রকৃষ্ট/ সম্যক- প্রচলন (প্রকৃষ্ট রূপ চলন/ চলিত যা)প্রভাব, প্রস্ফুটিত
খ্যাতি- প্রসিদ্ধ, প্রতাপ
আধিক্য -প্রবল (বলের আধিক্য), প্রগাঢ়, প্রচার, প্রসার
গতি -প্রবেশ, প্রস্থান
ধারা-পরম্পরা প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য
পরা
আতিশয্য- পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ
বিপরীত- পরাজয়, পরাভব
অপ
বিপরীত- অপমান, অপকার, অপচয়, অপবাদ
নিকৃষ্ট -অপসংস্কৃতি (নিকৃষ্ট সংস্কৃতি), অপকর্ম, অপসৃষ্টি, অপযশ
স্তানান্তর- অপসারণ, অপহরণ, অপনোদন
বিকৃত -অপমৃত্যু
সুন্দর -অপরূপ
সম
সম্যক রূপে- সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর
সম্মুখে -সমাগত, সম্মুখ
নি
নিষেধ- নিবৃত্তি, নিবারণ
নিশ্চয় -নির্ণয়
আতিশয্য- নিদাঘ, নিদারুণ
অভাব- নিষ্কলুষ (কলুষতাহীন), নিষ্কাম
অনু
পশ্চাৎ- অনুশোচনা (পূর্বের কৃতকর্মের জন্য অনুশোচনা), অনুগামী (পশ্চাদ্ধাবনকারী), অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
সাদৃশ্য -অনুবাদ, অনুরূপ, অনুকার
পৌনঃপুন্য- অনুশীলন (বারবার করা) , অনুক্ষণ, অনুদিন
সঙ্গে -অনুকূল, অনুকম্পা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।