বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি বিখ্যাত স্থান

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি বিখ্যাত স্থান

 

  • বাংলাদেশের প্রাচীন শহর কোনটি-পুন্ড্রবর্ধন (বর্তমানে মহাস্থানগড়)।
  • মহাস্থানগড়  অবস্থিত- বগুড়া।
  • খোদার পাথর ভিটা  অবস্থিত-মহাস্থানগড়।
  • বৈরাগীর ভিটা  অবস্থিত-মহাস্থানগড়।
  • বৈরাগীর চাল  অবস্থিত-গাজিপুর।
  • আনন্দ রাজার দীঘি  অবস্থিত-কুমিল্লার ময়নামতিতে।
  • রামুমন্দির  অবস্থিত- কক্সবাজারের রামু থানায়।
  • ‘উত্তরা গনভবন ‘-নাটোর।
  • কান্তজীর মন্দির  অবস্থিত-দিনাজপুর।
  • বাঘা জামে মসজিদ  অবস্থিত-রাজশাহী।
  • পানাম নগর  অবস্থিত-সোনারগাঁয়ে।
  • আফগান দুর্গ  অবস্থিত-ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
  • আহসান মঞ্জিল  নির্মাণ করেন-নবাব আব্দুল গনি।
  • মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে- মৌর্য যুগের।
  • সোমপুর বিহার  অবস্থিত-নওগাঁ জেলার পাহাড়পুরে।
  • পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি পরিচিত-সোমপুর বিহার নামে।
  • সোমপুর বিহার  তৈরী করেন-শ্রী ধর্মপাল দেব।
  • সত্য পীরের ভিটা  অবস্থিত-নওগাঁ জেলার সোমপুর বিহারে।
  • শালবন বিহার  অবস্থিত-কুমিল্লা জেলার ময়নামতিতে।
  • শালবন বিহার  তৈরী করেন-রাজাধিরাজ ভবদেব।
  • আনন্দ বিহার  অবস্থিত-কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
  • আনন্দ বিহার তৈরী করেন-  রাজা আনন্দ দেব।
  • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার -সীতাকোট বিহার।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline