৯.কোলন ( : )
বাংলায় কোলন চিহ্নের ব্যবহার খুব বেশি দিনের নয়, বড়জোর ৫০-৬০ বছরের। আগে যে সব ক্ষেত্রে ড্যাশ বা কোলন ড্যাশ দেওয়া হত , আজকাল সে-সব ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। লক্ষ করা দরকার, কোলন কখনোই দেখতে বিসর্গ (ঃ)-এর
মত নয়; কোলনের মাঝখানে কোনো ফাঁক নেই।
*বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: জয় করবো ।
*কোনো বিবৃতিকে সম্পুর্ণ করতে দৃষ্টান্ত দিতে হলে কোলন ব্যবহার করা হয় । যেমন- পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ও ক্রিয়া ।
*উদাহরণ, তালিকা , ব্যাখ্যা , বিশদ মন্তব্যর আগে কোলন বসে। যেমন – বাড়িতে যে সব জিনিস নিতে হবে : আম, চাল, ডাল , তেল ও দুই গজ সাদা সুতি কাপড়।
*কটা বেজে কত মিনিট তা সংখ্যায় প্রকাশ করতে – ৮:২০; ১১:৪৫ …
*চিঠিপত্র ও বিভিন্ন রকমের ফরমে ভুক্তি, উপভুক্তির পরে কোলন বসে। যেমন – নাম: , পিতার নাম: , বিষয়:, ঠিকানা: ,
তারিখ …
*গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে । যেমন- ফেলের হার ৩:৮৯।
*প্রশ্ন রচনায় কোলন বসে। যেমন –
টীকা লেখ: । ব্যাখ্যা লেখ:।
ইলেক বা লোপ চিহ্নঃ
কোন বর্ণ লোপ করে বা বাদ দিয়ে সংক্ষিপ্ত উচ্চারণ বোঝাতে ইলেক বা লোপ চিহ্ন ব্যবহৃত হয়। কবিতা বা অন্যান্য সাহিত্যে এটি ব্যবহৃত হয়ে থাকে।
যেমন- মাথার ’পরে জ্বলছে রবি। (’পরে= ওপরে)
পাগড়ি বাঁধা যাচ্ছে কা’রা? (কা’রা=কাহারা)
ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন (), {}, [] ঃ
গনিতশাস্ত্রে এই তিন্টির আলাদা গুরচত্ব থাকলেও ভাষার ক্ষেত্রে এদের আলাদা কোন গুরচত্ব নেই। তবে সাহিত্যে ও রচনায় ব্যাখ্যা দেয়ার জন্য প্রথম বন্ধনী ব্যবহার করা হয়।
যেমন-১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রম্নার রেস্কোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) পাকিস্তান
বাংলাদেশের কাছে পরাজয় মেনে দলিলে স্বাক্ষর।
ব্যাকরণিক চিহ্নঃ
বিরাম চিন্নের বাইরেও বাংলা ভাষায় কিছু চিহ্নের ব্যবহার আছে। এগুলো দিয়ে কোন বিরতি বা ছেদ বোঝানো হয় না। এগুলো ব্যাকরণের কতোগুলো টার্মস বোঝায়। ব্যাকরণের বিভিন্ন তথ্য বা টার্মস বোঝাতে যেই চিহ্নগুলো ব্যবহৃত হয়, সেগুলোই ব্যাকরণিক চিহ্ন।
বাংলা ভাষায় ব্যবহৃত উল্লেখযোগ্য কয়েকটি ব্যাকরণিক চিহ্ন হল-
চিহ্নঃ √ বোঝায়ঃ ধাতু
উদাহরণঃ √স্থা = স্থা ধাতু
চিহ্নঃ < বোঝায়ঃ পরবর্তী শব্দ হতে উৎপন্ন
উদাহরণঃ জাঁদরেল < জেনারেল
চিহ্নঃ > বোঝায়ঃ পূর্ববর্তী শব্দ হতে উৎপন্ন
উদাহরণঃ গঙ্গা > গাঙ
চিহ্ন = বোঝায়ঃ সমানবাচক বা সমস্তবাচক
উদাহরণঃ নর ও নারী = নরনারী
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।