• বাংলাদেশের সাংবিধানিক নাম কি-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
  • বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ-সংসদীয় গণতন্ত্র।
  • বাংলাদেশ যে ধরনের রাষ্ট্র-এককেন্দ্রীক রাষ্ট্র।
  • সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে-২১ টি অঞ্চলে (পুরাতন প্রত্যেকটি জেলা)।
  • ১৯৯৬ সালে প্রনীত রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে- মন্ত্রী।
  • সচিবগণের পদোন্নতির ধাপ গুলো হল- সহকারী সচিব- সিনিয়র সহকারী সচিব- উপসচিব- যুগ্ম সচিব- অতিরিক্ত সচিব- সচিব-সিনিয়র সচিব-মন্ত্রিপরিষদ সচিব
  • রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে-মুখ্য সচিব।
  • প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে-মুখ্য সচিব।
  • মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে-সচিব।
  • প্রশাসনে সচিব পদের সংখ্যা – ৭০ টি।
  • বাংলাদেশে মন্ত্রণালয় আছে- ৩৯ টি। (প্রধানমন্ত্রির দপ্তর বাদে)২৩ মে, ২০১৪
  • বাংলাদেশে সিটি কর্পোরেশন সংখ্যা টি-১১ টি।২৩ মে, ২০১৪
  • বাংলাদেশে পৌরসভার সংখ্যা টি-৩১৭ টি.২৩ মে, ২০১৪
  • দেশে বর্তমানে মোট উপজেলা টি-৪৮৭ টি।  ২৩ মে, ২০১৪
  • বাংলাদেশে ইউনিয়নের সংখ্যা -৪,৫৪৬ টি। ২৩ মে, ২০১৪
  • বঙ্গদেশের সর্ব প্রথম জেলা -বঙ্গদেশের সর্ব প্রথম জেলা –
  • বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় কবে-১৬৬৬ সালে।
  • ১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে জেলা ছিল-২১ টি।
  • বর্তমানে বাংলাদেশে জেলা আছে-৬৪ টি। 

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline