গুণ :
ই/ঈ-স্থলে এ
√চিন+আ= চেনা, √নী+আ= নেওয়া
উ/ঊ-স্থলে ও
√ধু+আ= ধোয়া
ঋ-স্থলে অর
√কৃ+তা = করতা ˃ ক্রেতা
বৃদ্ধি:
অ-স্থলে আ
√পচ+ণক(অক) = পাচক
ই/ঈ-স্থলে ঐ
√শিশু+ষ্ণ = শৈশব
উ/ঊ-স্থলে ঔ
√যুব+অন= যৌবন
ঋ-স্থলে আর
√কৃ+ঘ্যণ(য-ফলা)= কার্য
ইৎ : প্রত্যয় প্রাতিপদিক বা ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রায়ই সম্পূর্ণ বা অখণ্ড অবস্থায় যুক্ত হয় না; এর কিছু অংশ লোপ পায়। যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের কিছু অংশ লোপ পাওয়াকে বলা হয় ইৎ।
সাধারণত বাংলা প্রত্যয় যুক্ত হওয়ার সময় ইৎ হয় না বা লোপ পায় না। অন্যদিকে অধিকাংশ সংস্কৃত প্রত্যয়-ই ইৎ হয়ে বা আংশিক লোপ পেয়ে যুক্ত হয় বা ব্যবহৃত হয়। উচ্চারণ বা ব্যবহার সহজ করার জন্যই এই লোপ পাওয়ার ঘটনা বা ইৎ ঘটে। শব্দের মতো সংস্কৃত প্রত্যয়ও বাংলা ভাষায় পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। আর এই পরিবর্তনের জন্য সংস্কৃত প্রত্যয়ের লোপ পাওয়া-ই ইৎ।
যেমন, √স্থা+অনট = √স্থা+অন(ট ইৎ বা লোপ) = স্থান
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।