মুজিবনগর স্মৃতি সৌধঃ
>মুজিবনগর স্মৃতি সৌধ অবস্থিত মেহেরপুর জেলার মুজিবনগরে ।
> মুজিবনগর স্মৃতি সৌধ নির্মিত হয় -১৯৭১ সালে ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের স্মৃতির উদ্দেশ্যে ।
> মুজিবনগর স্মৃতি সৌধ স্থপিত তানভীর কবির ।
>মুজিবনগর স্মৃতি সৌধের স্তম্ভ – ২৩ টি ।
জাতীয় স্মৃতি সৌধঃ
>জাতীয় স্মৃতি সৌধ কোথায় অবস্থিত -ঢাকার সাভারে
> জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় – ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে ।
> জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন – বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান
> জাতীয় স্মৃতি সৌধ উদ্বোধন করা হয় — ১৬ ডিসেম্বর, ১৯৮২সালে ।
> জাতীয় স্মৃতি সৌধ উদ্বোধন করেন – হুসেইন মুহম্মদ এরশাদ
> জাতীয় স্মৃতি সৌধকে বলা হয় – একটি সম্মিলিত প্রয়াস
> জাতীয় স্মৃতি সৌধের স্থাপিত মঈনুল হোসেন
> জাতীয় স্মৃতি সৌধ ১০৯ একর উপর প্রতিষ্ঠিত
> জাতীয় স্মৃতি সৌধের ফলক আছে ৭টি
> জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা -৪৬.৬ মিটার বা ১৫০ ফুট ।
> জাতীয় স্মৃতি সৌধের ৭টি ফলক হওয়ার কারন- স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়ের নিদশন স্বরূপ ।
> স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায় –
১.৫২ এর ভাষা আন্দোলন, ২. ৫৪ এর নির্বাচন, ৩. ৫৮ এর সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন, ৪. ৬২ এর শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন, ৫. ৬৬ এর ৬ দফা, ৬. ৬৯ এর গনঅভ্যুথান ও ৭. ৭১ এর মুক্তিযোদ্ধা ।
> জাতীয় স্মৃতি সৌধের প্রাঙ্গনে গন কবর রয়েছে -১০টি ।
অপরাজেয় বাংলাঃ
> অপরাজেয় বাংলা অবস্থিত – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে ।
> অপরাজেয় বাংলা স্থপিত -সৈয়দ আবদুল্লাহ খালেদ ।
> অপরাজেয় বাংলার প্রতীক হচ্ছে কাধে কাধ মিলিয়ে বাংলার নারী ও পুরুষের মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের ও বিজয়ের ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।