বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য কারক ও বিভক্তি

বাংলা ভাষা ও সাহিত্য কারক ও বিভক্তি বাংলা ব্যাকরণ থেকে বিসিএস প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে

কৃ +ণক=কারক।
বাক্যে ক্রিয়া পদের সাথে অন্য পদের সম্পর্ক কে কারক বলে।
বিভক্তি: বাক্যের শব্দসমূহের সাথে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বিভক্তি বলে।

কারক ৬ প্রকার আর বিভক্তি ৭ প্রকার।
প্রথমে  দেখি কারক কি কি-
১) কর্তৃকারক
২) কর্মকারক
৩) করণ কারক
৪) সম্প্রদান কারক
৫) অপাদান কারক
৬) অধিকরণ কারক
কারক = কৃ+ণক। অর্থাত্ ক্রিয়া সম্পাদন করে। কিন্তু এই ক্রিয়া সম্পাদনের জন্য ব্যক্তি, বস্তু, উপকরণ, স্থান, কাল ইত্যাদির প্রয়োজন হয়। এগুলো ছাড়া ক্রিয়া সম্পাদন অসম্ভব আর এদের সঙ্গে ক্রিয়া পদের যে সম্পর্ক তাই কারক। অতএব, বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্বন্ধকে কারক বলে। আবার ক্রিয়ার সঙ্গে বাক্যস্থ বিশেষ্য কিংবা সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, “ক্রিয়ার সহিত যে পদের অন্বয় থাকে তাহাকে কারক বলে।” কারকের মাধ্যমেই বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে। বাংলা ভাষায় কারক ছয় প্রকার। এই ছয় প্রকারকে চিনতে নিচের মডেলটি লক্ষ্য করি :
এখানে মনে করি ক্রিয়াটি ‘দেওয়া’। তাহলে দেওয়া বিষয়ে বাক্য গঠন করলে এটি আরও পরিষ্কার হবে। তাহলে মডেলের ক্রিয়া ‘দেওয়া’ এর উপর প্রশ্নগুলো আরোপ করে আমরা সেগুলোর উত্তর জেনে নেই। তাহলে বাক্যটি— ‘প্রধান শিক্ষক দরিদ্র তহবিল থেকে নিজ হাতে এক হাজার টাকা স্কুলে ছাত্রদের দিচ্ছেন।’
ক) কে দিচ্ছেন? প্রধান শিক্ষক — কর্তৃ কারক
খ) কি দিচ্ছেন? টাকা — কর্ম কারক
গ) কি দিয়ে দিচ্ছেন? নিজ হাতে — করণ কারক
ঘ) কাদের দিচ্ছেন? ছাত্রদের — সমপ্রদান কারক
ঙ) কোথা থেকে দিচ্ছেন? দরিদ্র তহবিল থেকে — অপাদান কারক
চ) কোথায় দিচ্ছেন? স্কুলে — অধিকরণ কারক
তাহলে উপরের উত্তরগুলো আলোচনা করে আমরা ছয় প্রকার কারক দেখতে পাই। অতএব, কারক ছয় প্রকার। যথা- ১। কর্তৃ কারক, ২। কর্ম কারক, ৩। করণ কারক, ৪। সমপ্রদান কারক, ৫। অপাদান কারক, ৬। অধিকরণ কারক। মনে রাখতে হবে, বিভক্তি চিহ্ন দেখে নয়; বাক্যের অর্থ বুঝে অর্থাত্ ক্রিয়াকে প্রশ্ন করে কারক নির্ণয় করতে হবে। আমরা জানি যে, অন্তরঙ্গে কারক আর বহিরঙ্গে বিভক্তি। অর্থাত্ বাক্যের মূল ক্রিয়াকে প্রশ্ন করে কিংবা মনে মনে চিন্তা করে নির্ণয় করতে হবে কারক এবং মূল শব্দের শেষে যুক্ত চিহ্ন বা অনুসর্গ বাইরে থেকে দেখেই নির্ণয় করতে হবে।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline