বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি মুঘল আমল

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি মুঘল আমল

মুঘল সাম্রাজ্যঃ

  • মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা  – জহিরউদ্দীন মুহাম্মদ বাবর
  • বাবরের মৃত্যু পর বাংলার মসনদে  উপবিষ্ট হন – নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন
  • বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয় — রাজমহলের  যুদ্ধের ফলে
  • লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন – পরিবিবির মাজার
  • লালবাগে পরিবিবির সমাধিসৌধ  তৈরী করেন -শায়েস্তা খান
  • পরিবিবি  ছিলেন -নবাব শায়েস্তার খানের কন্যা
  • পরিবিবির আসল নাম কি- ইরান দুখত
  • পরিবিবির মৃত্যু হয় কোন সালে – ১৬৮৪ সালে
  • শায়েস্তা খান  ছিলেন – শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে
  • শায়েস্তা খানের পূর্ন নাম কি – মির্জা আবু তালেব ওর শায়েস্তা খান
  • শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন – ১৬৬৪ সালে
  • শায়েস্তা খান দ্বিতীয়বার ঢাকায় আসেন –  ১৬৮০ সালে
  • শায়েস্তা খান মোট বাংলায় থাকেন – মোট ২৪ বছর
  • শায়েস্তা খান ঢাকায় থাকতেন — মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে
  • সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন – ১৬১০ সালে
  • কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় – যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে
  • শাহ মোহম্মদ আজম  ছিলেন – সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান
  • শাহ মোহম্মদ আজম লালবাগ দূর্গের কাজ আরম্ভ করেন – ১৬৭৮ সালে
  • শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন – কিল্লা আওরঙ্গবাদ
  • লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য -পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর – দক্ষিণে ৮০০ ফুট
  • বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত – মুঘল আমলে
  • রাজস্ব আদায়ের জন্য  ইজারাদারী প্রথা প্রবর্তন করেন – মুর্শিদকুলি খান
  • সম্রাট আকবর বাংলা জয় করেন  – ১৫৭৬ সালে
  • শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্‌ক্ত হন – ১৮৫৩ সালে
  • চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন – শায়েস্তা খান
  • মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় – ১৬০৫ সালে
  • ঢাকার ধোলাই খাল  খনন করেন – সুবেদর ইসলাম খান
  • পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় – ১৫৫৬ সালে
  • পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় – আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে
  • পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় – ১৭৬১ সালে
  • পানিপথের তৃতীয় যুদ্ধ  অনুষ্ঠিত হয় – আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে
  • শেরশাহ হুমায়ুন পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন – কনৌজের যু্‌দ্ধ
  • বাংলা  জান্নাতাবাদ বলে ঘোষনা করেন – সম্রাট হুমায়ুন
  • ভারতবর্ষে ঘোড়ার ডার প্রচলন করেন – শেরশাহ

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline