বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য সমাস

প্রকারভেদ: সমাস প্রধানত ৬ প্রকার-

দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব। তবে অনেকেই দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভূক্ত করে থাকেন। আবার অনেকে কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভূক্ত করে থাকেন। এছাড়াও কিছু অপ্রধান সমাসও রয়েছে। যেমন- প্রাদি, নিত্য সমাস প্রভৃতি।

কোন সমাস নির্ণয় করতে প্রথমে আপনাকে ব্যাসবাক্য জানতে হবে। ব্যাসবাক্য একটু পড়লে আপনি পারবেন। কঠিন অংশ হল সমাস নির্ণয় করা।

সমস্তপদের পূর্বপদ ও পরপদের প্রাধান্য দেখে চারটি সমাস নির্ণয় করা যায়। এ জন্য অনেকেই সমাস প্রধানত চার প্রকার মনে করেন: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব।
প্রথমে আমরা সমাসের কয়েকটি উদাহরণ দেখি:
সাদা ও কালো = সাদা-কালো
চার পায়ের সমাহার = চতুষ্পদী
কূলের সমীপে = উপকূল
দশ আনন যার = দশানন
বনে বাস = বনবাস
ন জানা = অজানা
পল মিশ্রিত অন্ন =পলান্ন
যে চালাক সেই চতুর = চালাকচতুর
বজ্রে্র ন্যায় কঠিন= বজ্রকঠিন
পুরুষ সিংহের ন্যয় = পুরুষসিংহ
মন রূপ মাঝি = মনমাঝি

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline