৮। দুইটি সংখ্যার গ.সা.গু ২১ এবং ল.সা.গু ৪৬৪১। একটি সংখ্যা ২০০ ও ৩০০ এর মধ্যবর্তী; অপরটি কত?

সমাধানঃ মনে করি, সংখ্যা দুইটি ২১x ও ২১y

এখানে x ও y সহমৌলিক।

২১x ও ২১y এর ল.সা.গু ২১xy

২১xy = ৪৬২১

বা, xy = = ২২১x,y সহমৌলিক হওয়ার x = ১, y = ২২১, এবং x = ১৩, y = ১৭

 

যেহেতু একটি সংখ্যা ২০০ ও ৩০০ এর মধ্যবর্তী সুতরাং x = ১৩, y = ১৭ গ্রহণযোগ্য।

কারণ ২১x১৩= ২৭৩ সংখ্যাটি শর্তপূরণ করে।

অপর সংখ্যা ২১x১৭ = ৩৫৭

নির্ণেয় সংখ্যা ৩৫৭।

৯। ৪০০ ও ৫০০ -এর মধ্যবর্তী কোন কোন সংখ্যাকে ১২, ১৫ ও ২০ দ্বারা ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকে?

সমাধানঃ

১২, ১৫, ২০ এর ল.সা.গু,  = ৬০

৬০) ৪০০ ( ৬

৩৬০

_____

৪০

এখানে, ৬০-৪০ = ২০

সুতরাং, ৪০০ এর পরবর্তী ৬০ দ্বারা বিভাজ্য

সংখ্যা ৪০০ + ২০ = ৪২০

৬০) ৫০০ (৮

৪৮০

______

২০

আবার, ৫০০ এর পূর্ববর্তী ৬০ দ্বারা বিভাজ্য সংখ্যা= ৫০০-২০ = ৪৮০

অবএব, নির্ণেয় সংখ্যাদ্বয় = ৪২০ + ১০ = ৪৩০ এবং ৪৮০+১০ = ৪৯০

১০। সাত অংকের বৃহত্তম সংখ্যা নির্ণয় কর, যাকে ৫, ৭, ১২ ও ১৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৩, ৫, ১০ ও ১৩ হয়।

৫, ৭, ১২, ১৫ এর ল.সা.গু=৪২০

 

সাত অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯৯৯

৪২০)৯৯৯৯৯৯৯(২

 ৮৪০

১৫৯৯

১২৬০

৩৩৯৯

৩৩৬০

৩৯৯৯

৩৭৮০

২১৯

ল.সা.গু দ্বারা বিভাজ্য সংখ্যা = ৯৯৯৯৯৯৯ – ২১৯ = ৯৯৯৯৭৮০

নির্ণেয় সংখ্যা ৯৯৯৯৭৮০-২ = ৯৯৯৭৭৮

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline