Fraction ( ভগ্নাংশ ) = Numerator ( লব ) /Denominator (হর )
Proper fraction ( প্রকৃত ভগ্নাংশ )
— যে ভগ্নাংশের লব থেকে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে । যেমন ,
3/5 , 5/11
Improper fraction ( অপ্রকৃত ভগ্নাংশ )
— যে ভগ্নাংশের হর থেকে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে । যেমন ,
5/3 , 3/2
Complex fraction ( মিশ্র ভগ্নাংশ )
— যে ভগ্নাংশে কোন পূর্ন সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে । যেমন ,
2. 3/5, 3. 5/11
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর