M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B ,সবগুলো সংখ্যার গড় কত?
প্রথম লাইনে আছে,
M সংখ্যক সংখ্যার গড় A
তাহলে M সংখ্যক সংখ্যার সমষ্টি = M X A= MA
২য় লাইনে আছে,
N সংখ্যক সংখ্যার গড় B
তাহলে N সংখ্যক সংখ্যার সমষ্টি = N X B= NB
তাহলে গড় = মোট সমষ্টি / মোট সংখ্যা = (MA+NB)/(M+N)
দুইটি গড় দেওয়া থাকলে, প্রথমে তাদের সমষ্টি বের করে নিবেন। তারপর আবার ভাগ করবেন।
আরেকটি অংক দেখি:
একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা করে কাজ করলে ঘন্টা প্রতি গড় মজুরি কত?
প্রথম ৮ ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় ১০ টাকা করে মোট ৮০ টাকা পায়
পরবর্তী সময়ের জন্য ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায়।
তাহলে ২ ঘন্টায় পায় = ৩০ টাকা
মোট মজুরী পায় = ১১০ টাকা
মোট কাজ করে ১০ ঘন্টা
অতএব, গড় মজুরি = ১১ টাকা।
Practice-1:
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
Solution:
পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর
পিতা মাতা ও পুত্রের মোট বয়স=৩৭×৩=১১১
পিতা ও পুত্রের মোট বয়স=৩৫×২=৭০
মাতার বয়স=(১১১-৭০)=৪১ বছর
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।