গণিত গড় : বিসিএস প্রিলিমিনারি

(BCS প্রিলিমিনারিতে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা থেকে সর্বোচ্চ ০৩ নম্বর থাকবে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এ অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকে)

গড়ের অংক খুব সহজ।
মনে কর দশটি সংখ্যা দেওয়া আছে।  এদের গড় = সংখ্যা গুলোর সমষ্টি / ১০
দশ জন মানুষের বয়সের গড় = দশ জনের বয়সের সমষ্টি/ ১০
আবার মনে কর, তিন বন্ধুর গড় আর্ন ২০০০ টাকা।
অতএব, তাদের মোট আর্ন = ২০০০X ৩ = ৬০০০ টাকা

গড়ের অংকের মজা হল: আপনি প্রশ্ন পড়তে পড়তে অংক করবেন। প্রথম লাইনে যেটি আছে তা দিয়ে অংক করা শুরু করবেন। ২য় লাইনে কিছু দেওয়া থাকলে তা প্রয়োগ করবেন। দেখবেন, প্রশ্ন পড়া শেষ হওয়ার আগেই আপনার অংক শেষ।
চলুন চেষ্টা করি:

পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স কত?

প্রথম লাইনে আছে, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর
তাহলে, পিতা মাতা ও পুত্রের মোট বয়স = ৩৭X = ১১১ বছর
২য় লাইনে আছে, পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
তাহলে, পিতা ও পুত্রের মোট বয়স =(৩৫X ২) = ৭০ বছর

তাহলে, মাতার বয়স = (১১১-৭০) = ৪১ বছর।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline