একজন দৌড়বিদ ৪০০মিটার বিশিষ্ট গোলাকার ট্রেকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
সমাধান : ১ চক্কর দৌড়ালে ৪০০ মিটার হয়।
∴ ২৪ চক্কর দৌড়ালে দূরত্ব হবে (৪০০×২৪) মিটার বা ৯৬০০ মিটার বা ৯ কিলোমিটার ৬০০ মিটার।
অতএব, দৌড়বিদ ৯ কিলোমিটার ৬০০ মিটার দৌড়াল।
——–
১ মেট্রিকটন চাল ৬৪ জন শম্রিকের মধ্যে ̈সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
১ মেট্রিকটন = ১০০০কেজি
৬৪ জন শ্রমিক পায় ১০০০ কেজি চাল
∴ ১ ,, ,, ,, ১০০০/৬৪ কেজি চাল
=১৫ কেজি ৬২৫ গ্রাম চাল
∴ প্রত্যেক শ্রমিক ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল পাবে ।
—————
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার এবং
কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে?
চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ৩ মিটার , প্রস্থ = ২ মিটার এবং উচ্চতা = ৪ মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = (৩×২×৪) ঘনমি. = ২৪ ঘনমি.
= ২৪০০০০০০ঘনসে.মি
=২৪০০০ লিটার [১০০০ঘনসে.মি.=১লিটার]
১লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম।
∴ ২৪০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন ২৪০০০ কিলোগ্রাম।
অতএব,চৌবাচ্চাটিতে ২৪০০০লিটার পানি ধরবে এবং এর ওজন ২৪০০০কিলোগ্রাম।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।