একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত ২০০০০০ টাকা ব্যাংকে ছয়মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে ,ছয়মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
দেওয়াআছে,
মূলধন P=২০০০০০ টাকা,
মুনাফার হার r=১২% , সময় n = ৬ মাস বা ১/২ বছর
মুনাফা I =Prn
= ২০০০০০×১২/১০০×১/২
=১২০০০ টাকা
১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = P(1+r)n =২০০০০০ × (১+৬/১০০)২ টাকা
= ২০০০০০×(১০৬/১০০)×(১০৬/১০০) টাকা
=২২৪৭২০ টাকা
∴ ১ বছর পর মুনাফা হবে ১২০০০০ টাকা,
১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে ২২৪৭২০ টাকা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস প্রিলিমিনারি গণিত সুদকষা"