Need এর ব্যবহার:

Need Principal ও Auxiliary উভয় verb -রূপে ব্যবহৃত হয় । Need যখন Auxiliary verb রূপে ব্যবহৃত হয় তখন তাকে Semi Modal বলে । Need যখন modal হিসেবে ব্যবহৃত হয় তখন তা Negative অর্থ প্রকাশ করে ।

যেমন- He need not do it.

Principal verb হিসেবে Need requere/want(চাওয়া)অর্থে ব্যবহৃত হয় ।Present tense এর ক্ষেত্রে third person singular number এ need এর সাথে ‘s’ যুক্ত হয় । এক্ষেত্রে infinitive ‘to’ উহ্য খাকেনা

যেমন- He needs to know the exact amount

Dare  এর ব্যবহার

সাহস/ধৃষ্টতা  দেখানো বুঝতে প্রশ্নবোধক বাক্যে Dare বসে

How dare you say so?

”Used to” এর ব্যবহার

”Used to” ব্যবহার হয় অতীতের কোন নিয়মিতও অভ্যাস বুঝাতে যেটি এখন আর ঘটে না। যেমন:-

I (used to) go to the beach everyday.

আমি (প্রতিদিন) সৈকতে যেতাম।

Jerry (used to) study English.

জেরি (নিয়মিত) ইংরেজী পড়ত।

I (used to) start work at 9 o’clock everyday.

আমি (প্রতিদিন) নয়টায় কাজ শুরু করতাম।

Rohim (used to) eat meat, but now he is a vegetarian.

রহিম (নিয়মিত) মাংস খেত,কিন্তু এখন সে নিরামিষভোজি।

I (used to) drive to work, but now I take the bus.

আমি (নিয়মিত)গাড়ি চালিয়ে কাজে যেতাম,কিন্তু এখন আমি বাসে যাই।

I (used to) play football.

আমি (নিয়মিত) ফুটবল খেলতাম। Note: Used to ব্যবহারের পর

সবসময় verb এর present form বসে।

Would rather

কোন কাজ করা বা না করার এটিকে জোর প্রদাণ করে পরামর্শ হিসেবে প্রকাশ করার জন্যই মূলত ‘would rather + that clause’ ব্যবহার করা হয়।

যেমন, It is high time you started the work.

এ বাক্যটিকেও would rather দিয়ে বলা যায়

এভাবে- I would rather that you started the work. তার মানে- ‘would rather + Subject + Past Form’

একইভাবে-

I would rather that we reached there half an hour early.

She would rather I took a camera with me.

Mother would rather we decorated the house.

Fahim would rather that his younger brother did not go to London for study.

I would rather they did not come today.

CONFUSED হবেন না কিন্তু!

‘would rather’ এর পর সরাসরি Verb বসলে, Verb টি অবশ্যই Simple Form-এ হবে। কারণ – ‘would rather’ সহ ‘would better’, ‘had better’ ‘had rather’ হলো Semi-Modal Auxiliary Verb যেগুলোর পর সরাসরি Simple Form এর Verb বসে।

তার মানে- ‘would rather/ would better/ had rather/ had better + Simple Form’

যেমন-

I had rather go now than stay here for nothing.

You would better follow a good teacher.

She would rather not come to the party.

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline