বিসিএস প্রিলিমিনারি ইংরেজি Tenses

Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।

Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা:
১) Present tense (বর্তমান কাল)
২) Past tense (অতীত কাল)
৩) Future tense (ভবিষ্যৎ কাল)

১. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে। যেমন: I go to school,
He writes a letter, He draws a picture.
২. Past tense (অতীত কাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে।
যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.
৩. Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে।
যেমন: I shall buy a pen. I shall go to Dhaka.

They will play football etc.

প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা:
১) Indefinite (অনির্দিষ্ট)

২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Present tense (বর্তমান কাল)

১. Present indefinite tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

Structure of present simple
positive negative question
I work in a bank.
You work in a bank.
We work in a bank.
They work in a bank.
I don’t (do not) work.
You don’t (do not) work.
We don’t (do not) work.
They don’t (do not) work.
Do I work in a bank?
Do you work in a bank?
Do we work in a bank?
Do they work in a bank?
He works in a bank.
She works in a bank.
The bank opens at 9 o’clock.
He doesn’t (does not) work.
She doesn’t (does not) work.
It doesn’t (does not) open at 9 o’clock.
Does he work?
Does she work?
Does it open at 9 o’clock

 

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline