বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলি আন্তর্জাতিক চুক্তি

আরো জানুন

আটলান্টিক সনদ  স্বাক্ষর হয়-যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডএর মধ্যে

আটলান্টিক সনদের মূল লক্ষ্য ছিল-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা।

আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন-ফ্রাংকলিন র্বজভেল্ট।

আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে স্বাক্ষর করেন- উইনস্টর চার্চিল।

সিমলা চুক্তিতে ভারতের পক্ষে  স্বাক্ষর করেন-শ্রীমতি ইন্দিরা গান্ধী।

সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে  স্বাক্ষর করেন- জুলফিকার আলী ভুট্টা।

শিমলা চুক্তির উদ্দেশ্য -প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।

শিমলা অবস্থিত- ভারতে।

ডেটন চুক্তির ফলে-বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান  ঘটে।

ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র।

তাসখন্দ চুক্তির লক্ষ্য ছিল-ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান।

জেনেভা চুক্তির ফলাফল ছিল- ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন।

জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ -৫টি।

জেনেভা কনভেনশনের লক্ষ্য -যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ।

ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য ছিল-মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline