বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

ফুটবল এর গুরুত্বপূর্ণ তথ্য:

> ফুটবল খেলার জন্ম : চীনে।

> বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম : ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)।

> বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম : ফিকা ( FIFA)।

> FIFA-এর পূর্ণরূপ : Federation of International Football Association.

> FIFA-জন্মলাভ করে : ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে।

> ফিফার সদর দপ্তর অবস্থিত : জুরিখ, সুইজারল্যান্ড।

> সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিক অন্তরর্ভূক্ত হয় : ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিকে ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)।

> ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৭টি। যথা : বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।

> ফিফার বর্তমান সদস্য সংখ্যা : ২০৮টি।

> ফিফার সভাপতি : সেপ ব্লাটার সুইজারল্যান্ড ৮ জুন ১৯৯৮-বর্তমান।

)।

একনজরে ফিফা বর্ষসেরা:

> ২০০৭ সালের ফিফা বর্ষসেরা (পুরুষ) : কাকা, ব্রাজিল।

> ২০০৮ সালের ফিফা বর্ষসেরা (পুরুষ) : ক্রিষ্টিয়ানো রোনালদো, পতুর্গাল।

> ২০০৯ সালের ফিফা বর্ষসেরা (পুরুষ) : লায়নেল মেসি, আর্জেন্টিনা।

> ২০০৭ সালের ফিফা বর্ষসেরা (মহিলা) : মার্তা, ব্রাজিল।

> ২০০৮ সালের ফিফা বর্ষসেরা (মহিলা) : মার্তা ব্রাজিল।

> ২০০৯ সালেল ফিফা বর্ষসেরা (মহিলা) : মার্তা ব্রাজিল।

বিশ্বকাপের মাসকট:

> ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে মাসকটের প্রচলন হয়।

> ২০১০ সালের জাকুমি বিশ্বকাপের মাসকট।

> বিশ্বকাপের বল ২০১০ সালের জাবুলানি।

> বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত ও শিল্পী : ২০১০ সালের Waka Waka  শাকিরা ও ব্যান্ড দল ‘ফ্রেশলিগ্রাউন্ড’।

এডিডাস গোল্ডেন বল:

> বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়কে পুরষ্কার দেয়া হয় : এডিডাস গোল্ডেন বল।

> বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় : বিশ্বকাপের কাভার করা সাংবাদিকদের ভোটে।

> সেরা খেলোয়াড়কে ফিফা ’এডিডাস গোল্ডেন বল’ প্রদান শুরু করে : ১৯৮২ সালে।

> গোল্ডেন বল লাভ করেন

–২০০২ সালের অলিভার কান জার্মানি।

–২০০৬ সালের জিনেদিন জিদান ফ্যান্স।

–২০১০ দিয়েগো ফোরলান উরুগুয়ে।

এডিডাস গোল্ডেন সু:

> বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে কোন পুরষ্কার দেয়া হয় :এডিডাস গোল্ডেন সু।

> এডিডাস গোল্ডেন সু লাভ করেন

–২০০২ সালের রোনালদো (ব্রাজিল) ৮টি গোল করেন।

–২০০৬ সালের মিরোম্লাভ ক্লোসা (জার্মানি) ৫টি গোল করেন।

–২০১০ সালের থমাস মুলার (জার্মানি) ৫টি গোল করেন।

এডিডাস গোল্ডেন গ্লাভ:

> বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে কোন পুরষ্কার দেয়া হয় : এডিডাস গোল্ডেন গ্লাভ।

> এডিডাস গোল্ডেন গ্লাভ লাভ করেন

–২০০২ সালের অলিভার কান (জার্মানি) বিজয়ী হন।

–২০০৬ সালের জিয়ানলুইজি বুফন (ইতালি) বিজয়ী হন।

–২০১০ সালের ইকার ক্যাসিয়াস (স্পেন) বিজয়ী হন।

এডিডাস বেষ্ট ইয়াং প্লেয়ার:

> বিশ্বকাপ ফুটবলে ২১ বছরের কম বয়সী সেরা তরুণ খেলোয়াড়কে কোন পুরষ্কার দেয়া হয় : এডিডাস বেষ্ট ইয়াং প্লেয়ার (প্রবর্তন ২০০৬ বিশ্বকাপ থেকে)।

> এডিডাস বেষ্ট ইয়াং প্লেয়ার লাভ করেন

–২০০৬ সালে প্রথম সেরা তরুণ বা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন : লুকাস পোডোলষ্কি, জার্মানি।

–২০১০ সালের সেরা তরুণ বা উদীয়মান ফুটবলার : থমাস মুলার, জার্মানি।

ফেয়ার প্লে ট্রফি:

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে ভালো খেলা দলকে কোন পুরষ্কার দেয়া হয় : ফেয়ার প্লে ট্রফি।

> ফেয়ার প্লে ট্রফি লাভ করে

২০০৬ সালে ব্রাজিল/স্পেন।

২০১০ সালে স্পেন।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline