বিসিএস -> প্রিলিমিনারি -> আন্তর্জাতিক বিষয়াবলি -> খেলাধুলা

হ্যান্ডবল খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> হ্যান্ডবল খেলার প্রবর্তক : হোলজার নেলসন।

> হ্যান্ডবল খেলার মাঠের পরিমাপ : ৪০ * ২০ মিটার।

> হ্যান্ডবল খেলার গোলপোষ্টের মাপ : বিস্তার ৩ মিটার, উচ্চতা ২ মিটার।

> প্রাপ্তবয়স্ক পুরুষদের হ্যান্ডবল খেলার সময়সীমা : ১০ মিনিট বিরতিসহ ৭০ মিনিট।

> মহিলাদের হ্যান্ডবল সর্বপ্রথম অন্তর্ভূক্ত হয় : মন্ট্রিল অলিম্পিকে (১৯৭৬ সালে)।

> প্রথম আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা যে দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় : অষ্ট্রিয়া-জার্মানীর মধ্যে অনুষ্ঠিত হয় এবং খেলায় অষ্ট্রিয়া জয়লাভ করে।

বাস্কেটবল খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> বাস্কেটবলের জনক : ড. জেমস নেইল স্মিথ।

> বাস্কেটবল খেলার সূচনা হয় : আমেরিকায়।

> বাস্কেটবল খেলার জন্ম : ১৮৯১ সালে, যুক্তরাষ্ট্রে।

> বাস্কেটবল কোর্টের মাপ সর্বাধিক : ৮৫ ফুট * ৪৫ ফুট।

> বাস্কেটবলে বাস্কেটের উচ্চতা : ১০ ফুট।

> আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল ম্যাচের সময় : বিরতিসহ ৭০ মিনিট।

> বাস্কেটবল প্রতিযোগিতায় প্রত্যেক দলে খেলোয়াড়ের সংখ্যা : ৫ জন।

> বাস্কেটবলের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় : ১৯৫৮ সালে।

> বিশ্ব অলিম্পিকে বাস্কেটবল অন্তর্ভূক্ত হয় : ১৯৩৬ সালে।

দাবা খেলার গুরুত্বপূর্ণ তথ্য:

> দাবা খেলার উৎপত্তি : ভারতে।

> দাবা খেলার আদি নাম : চতুরঙ্গ।

> বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্তার নাম : ফিদে (FIDE ); প্রতিষ্ঠা ২০ জুলাই ১৯২৪।

> আইসিএফ (ICF)-এর পূর্ণরূপ : ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন।

> বাংলাদেশে গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়- : নিয়াজ মোর্শেদ।

> গ্যারি কাসপারভ যে কম্পিউটারের কাছে হেরে যান তার নাম : ডিপ ব্লু।

> দাবায় সর্বোচ্চ খেতাব : গ্রান্ড মাষ্টার।

> দাবায় প্রতি মাষ্টার খেতাব অর্জনকারী উপমহাদেশের প্রথম দাবাড়ূ : বিশ্বনাথ আনন্দ।

> বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চালু হয় : ১৮৮৬ সালে।

> দাবায় বিশ্বের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার : নওরোজ ফারহান নূর।

মুষ্টিযুদ্ধ (বক্সিং) :

> বক্সিংয়ের উদ্ভাবক : থিসিয়াস।

> বক্সিংয়ে দ্য গ্রেটেষ্ট বলা হয় : মোহাম্মদ আলীকে।

> আধুনিক অলিম্পিকে মুষ্টিযুদ্ধ অন্তর্ভূক্ত হয় : ১৯০৪ সালে।

> বর্তমানে বক্সিংয়ে অবিসংবাদিত চ্যাম্পিয়ন : লেনক্স লুইস (ইংল্যান্ড)।

> আধুনিক আইনে প্রথম বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : ১৮৯২ সালে।

> মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের বর্তমান নাম : মালিক আবদুল আজিজ।

> ডববিসি শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরষকৃত করেছে : মোহাম্মদ আলীকে।

> বক্সিংয়ে দ্রুততম দ্য কুইকেষ্ট বলা হয় : মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে।

> মুষ্টিযুদ্ধের পিতা বলা হয় : জ্যাক ব্রাউটনকে। তিনিই প্রথম মুষ্টিযুদ্ধের নিয়ম-কানুনের প্রবর্তক।

> বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর যে কন্যা সমপ্রতি এ পেশায় প্রবেশ করেন তার নাম : লায়লা আলী।

> বক্সিংয়ের ইতিহাসে প্রথম নারী বনাম পুরুষ লড়াই অনুষ্ঠিত হয় : ৯ অক্টোবর ১৯৯৯।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline