ম্যাগসেসে পুরস্কার
রামোন ম্যাগসেসে পুরস্কার (পিলিপিনো: Ramon Magsaysay Award রামোন্ মাগ্সাইসাই এওয়ার্ড) ১৯৫৭ সালের এপ্রিল মাসে প্রবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ। এই পুরস্কারটির প্রবর্তন করা
হয় ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্টরামোন ম্যাগসেসেকে স্মরণ করে। এ পুরস্কারটিকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।
প্রতি বছর রামোন ম্যাগসেসে এওয়ার্ড ফাউন্ডেশন এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করে। ছয়টি শ্রেণীতে এই পুরস্কার প্রদান করা হয়:
সরকারী সেবা
জনসেবা
সামাজিক নেতৃত্ব
সাংবাদিকতা, সাহিত্য এবং যোগাযোগে উদ্ভাবনী কলা
শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়
নতুন নেতৃত্ব
এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ম্যাগসেসে পুরস্কার পান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে।
বুকার পুরস্কার
ম্যান বুকার পুরস্কার (অথবা সংক্ষেপে বুকার পুরস্কার) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ-দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয়। কিছু শর্তাবলী
রয়েছে, যেমন লেখককে অবশ্যই কমনওয়েল্থ,জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজী ভাষায় রচিত হতে হবে।এর অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। চালু হয় ১৯৬৯ সাল থেকে
২০১৪ সালের পুরস্কার লাভ করেছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ঔপন্যাসিক রিচার্ড ফ্লানাগান।
২০১৫ সালের পুরস্কার লাভ করেছেন জ্যামাইকার প্রথম লেখক হিসেবে মারলন জেমস।
ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার
বিশ্বের যে কোন দেশের লেখকদের জন্যে ২০০৫ সালে একটি নতুন পুরস্কার চালু করা হয় – ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার
ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার ২০১৩ পেয়েছেন মার্কিন লেখক লিডিয়া ডেভিস।
অ্যাবেল পুরস্কার
গণিতের নোবেল পুরস্কার
অ্যাবেল পুরস্কার নামকরন করা হয়-নরওয়ের বিখ্যাত গনিতবিদ নিলস হেনরিক নামানুসারে
পুরস্কার প্র্দানকারী প্রতিষ্ঠান-নরওয়ে একাডেমি অফ সায়েন্স এন্ড লেটারস
চালু হয়-২০০৩ সালে
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।