কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির নোবেল পুরস্কার প্রাপ্তি :
* সাহিত্যেঃ
# রবীন্দ্রনাথ ঠাকুরঃ নোবেল পান- গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। প্রথম বাঙালি নোবেল বিজয়ী। এশিয়া ও উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী। নোবেল পান-১৯১৩ সালে;দেশ-ভারত।
# বার্ট্রান্ড রাসেলঃ দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান; নোবেল পান-১৯৫০ সালে; দেশ- ব্রিটেন।
# উইন্সটন চার্চিলঃ রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান; নোবেল পান-১৯৫৩ সালে। দেশ- ব্রিটেন।
* শান্তিঃ
# হেনরী ডুনান্ট-রেড ক্রসের স্বপ্নদ্রষ্টা। নোবেল পান-১৯০১ সালে। দেশ-সুইজারল্যান্ড
# আনোয়ার সাদাত-প্রথম মুসলিম নোবেল বিজয়ী। নোবেল পান-১৯৭৮ সালে। দেশ- মিসর
# মাদার তেরেসাঃ নোবেল পান-১৯৭৯ সালে। দেশ-ভারত।
# দালাই লামাঃ তিব্বতের ধর্মীয় নেতা। নোবেল পান-১৯৮৯ সালে। দেশ- তিব্বত
# অংসান সুচিঃ নোবেল পান-১৯৯১ সালে। দেশ-মায়ানমার।
# ইয়াসির আরাফাতঃ নোবেল পান- ১৯৯৪ সালে। দেশ-ফিলিস্তিন।
# আইজ্যাক রবিনঃ ইসরায়েল। নোবেল পান- ১৯৯৪ সালে।
# শিমন পেরেজঃ ইসরায়েল। নোবেল পান- ১৯৯৪ সালে।
# কফি আনানঃ নোবেল পান- ২০০১ সালে। দেশ-ঘানা।
# শিরিন এবাদিঃ নোবেল পান-২০০৩ সালে। দেশ- ইরান।
# ড. মুহম্মদ ইউনুসঃ প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী। নোবেল পান-২০০৬ সালে। দেশ-বাংলাদেশ
# এলেন জনসন সির্লফঃ লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে থাকাকালীন নোবেল পান। নোবেল পান-২০১১ সালে। দেশ-লাইবেরিয়া
# লেইমাহ বোয়িঃ নোবেল পান-২০১১ সালে। দেশ-লাইবেরিয়া।
# তাওয়াক্কুল কারমানঃ প্রথম আরব নারী হিসেবে নোবেল পান। নোবেল পান-২০১১ সালে। দেশ-ইয়েমেন
*অর্থনীতিঃ
# অমর্ত্যসেনঃ নোবেল পান-১৯৯৮ সালে। দেশ-ভারত।
# এলিনর অসট্রমসঃ অর্থনীতিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী। নোবেল পান-২০০৯ সালে। দেশ-যুক্তরাষ্ট্র।
* পদার্থবিজ্ঞানঃ
# মাদাম কুরীঃ নোবেল পান-১৯০৩ সালে। দেশ-পোল্যান্ড। (তিনি দুবার নোবেল পান ১৯১১ সালে(রসায়নে))
# আবদুস সালামঃ নোবেল পান-১৯৯৮ সালে। দেশ-পাকিস্তান।
*রসায়নঃ
# মাদাম কুরীঃ নোবেল পান-১৯১১ সালে। দেশ- পোল্যান্ড।(তিনি দুবার নোবেল পান ১৯০৩ সালে(পদার্থে))
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।