২০১৫ সালে নোবেল পুরস্কার প্রাপ্তরা হলেন-
ক। পদার্থবিজ্ঞানে ( ২জন)
১। তাকাকি কাজিটা (জাপান)
২। আর্থার বি. ম্যাকডোনাল্ড (কানাডা)
খ। রসায়নে (৩ জন)
১। টোমাস লিন্ডাল (সুইডেন)
২। পল পল মডরি (যুক্তরাষ্ট্র)
৩। আজিজ সানজার (তুরস্ক)
গ। চিকিৎসা বিজ্ঞানে (৩ জন)
১। উইলিয়াম সি ক্যাম্পবেল (আয়ারল্যান্ডের)
২। সাতোশি ওমুরা (জাপান)
৩। ইউইউ তু (চীন)
ঘ। সাহিত্যে (১জন)
১। সলতিয়েনা আলেক্সিয়েভিচ (বেলারুশ)
ঙ। শান্তিতে (১টি সংগঠন)
১। ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট (ওই জোটটি তিউনিসিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছে।)
চ। অর্থনীতিতে (১ জন)
১। অ্যানগাস ডেটন (মার্কিন) (ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ বিষয়ে গবেষণার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।)
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।