বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
সমাধান
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা – ২০১৬
● বাংলাদেশের জনসংখ্যা–১৫ কোটি ৯৯ লাখ
● বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার–১.৩৭%
● বাংলাদেশের পুরুষ-মহিলা অনুপাত–১০০.৫:১০০
● বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে–১,০৬৩ জন
● বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল–৭০.৭ বছর (পুরুষঃ ৬৯.১ বছর ও মহিলাঃ ৭১.৬ বছর)
● চলতি মূল্যে জিডিপি ২০১৫-১৬ –১৭,২৯,৫৬৭ কোটি টাকা
● বাংলাদেশের চলতি মূল্যে মাথাপিছু জিডিপি–১,৩৮৪ মার্কিন ডলার
● বাংলাদেশের চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়–১,৪৬৬ মার্কিন ডলার
● বাংলাদেশে শিশু মৃত্যুহার (এক বছরের কম বয়সী, প্রতি ১,০০০ জনে)–৩০ জন
● বাংলাদেশে প্রথম বিবাহে গড় বয়স–পুরুষ ২৪.৯ বছর ও মহিলা ১৮.৩ বছর
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা – ২০১৫
● বর্তমানে দেশে দারিদ্রতার হার – ২৪.৪৭ শতাংশ।
● বর্তমানে দেশের স্বাক্ষরতার হার – ৬২.৩%
● ২০১৪-২০১৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা – ১৫.৭৯ কোটি।
● জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৬%।
● পুরুষ ও মহিলার অনুপাত – ১০৪.৯ : ১০০
● স্থুল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) – জন্ম ১৮.৯ জন ও মৃত্যু ৫.৩ জন।
● শিশু মৃত্যুহার (প্রতিহাজারে) – ৩৩ জন।
● বাংলাদেশে প্রত্যাশিত গড় অায়ুকাল – ৭০.৭ বছর। (পুরুষ ৬৯.৯ বছর, ৭১.৫ বছর)
● সরকারি হাসপাতালের শয্যা প্রতি জনসংখ্যা – ১৬৫২ জন।
● রেজিস্টার্ড ডাক্তার প্রতি জনসংখ্যা – ২১৬৬ জন।
● বাংলাদেশে সুপেয় পানি গ্রহণকারীর হার – ৯৮.৩%।
● স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার – ৬৩.৮০%।
● স্বাক্ষরতার হার (৭ বছর +) – ৬২.৩% (পুরুষ ৬৫% এবং নারী ৫৯.৭%)
● মোট শ্রমশক্তি (১৫ বছর +) – ৬.১ কোটি (পুরুষ ৪.৩ কোটি ও মহিলা ১.৮ কোটি)
● দেশের কৃষিতে নিয়োজিত শ্রমশক্তির শতকরা হার – ৪৫.১%।
● দেশের শিল্পে নিয়োজিত শতকরা হার – ১৭.৬৪%।
● সেবা ক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির শতকরা হার – ৩৫.০৬%।
● দেশে দারিদ্রের ঊর্ধ্বসীমা – ৩১.৫০%।
● দেশে দারিদ্রের নিম্নসীমা – ১৭.৬০%
● ২০১৪-১৫ অর্থবছরে চলতি মূল্যে জিডিপি – ১৫১৩৬০০ কোটি টাকা।
● ২০১৪-১৫ অর্থ বছরে স্থির মূল্যে জিডিপি – ৮২৪৫৩২ টাকা।
● ২০১৪-১৫ অর্থবছর চলতি মূল্যে মাথাপিছু জাতীয় অায় – ১৩১৪ মার্কিন ডলার বা ১০২০২৬ টাকা।
● ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু জিডিপি – ৯৫৮৬৪ টাকা বা ১২৩৫ মার্কিন ডলার।
● ২০১৪-১৫ জিডিপি দেশজ সঞ্চয়ের অবদান – ২২.৩০%।
● ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে জাতীয় সঞ্চয়ের অবদান – ২৯.০১%
● ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে বিনিয়োগের অবদান – ২৮.৮৭%
● ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি অায় – ২২৯০৫ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে অামদানি ব্যয় – ৩৩০৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রার মজুদ – ২৪১৪১ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-২০১৫ অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ – ১২৫৫২ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে মোট রাজস্ব অায় – ১৮২৯৫৪ বছর।
● ২০১৪-১৫ অর্থবছরে মোট ব্যায় – ২৫০৫০৬ কোটি টাকা।
● জাতীয় মহাসড়ক – ৩৫৪৪ কিলোমিটার।
● অাঞ্চলিক মহাসড়ক – ৪২৭৮ কিলোমিটার।
● রেলপথ – ২৮৭৭ কিলোমিটার।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "বিসিএস ক্র্যাশ - সমাধান - 1"