প্রোগ্রাম কোডিং
কম্পিউটারের বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনাকে প্রোগ্রাম কোডিং বলে। ফ্লোচার্ট ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহ বিবেচনা করে নির্দিষ্ট কোন প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম কোডিং করা হয়।
একটি সিস্টেমের ডেটার প্রবাহ ও প্রক্রিয়াকরণের প্রবাহ প্রদর্শনকারী ফ্লোচার্টকে সিস্টেম ফ্লোচার্ট বলে।
প্রোগ্রাম রচনার আগে প্রোগ্রামের কাজের ধাপগুলো বিশেষ চিত্রের সাহায্যে উপস্থাপনই প্রোগ্রাম ফ্লোচার্ট।
(Debugging)
একটি প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর প্রোগ্রামের ত্রুটি সংশোধন করতে বেশ সময় লেগে যায়।প্রোগ্রামের ত্রুটি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
চিহ্নাদির ত্রুটি(Syntax Error)
যুক্তি সংক্রান্ত ত্রুটি (Logical Error)
নির্বাহজনিত ত্রুটি (Execution Error)
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - সংখ্যা পদ্ধতি ও প্রোগ্রামিং"