
কম্পাইলার (Compiler) :
কম্পাইলার প্রথমে উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখে । কোন প্রকার ভুল পাওয়া না গেলে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে । এ ক্ষেত্রে উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে উৎস কোড (Source Code) এবং যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট কোড (Object Code) বলে । উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রাম যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হওয়ার পর কম্পিউটারের মেমোরিতে সঞ্চিত হয় এবং অবজেক্ট কোড হিসাবে প্রোগ্রামের কাজ সম্পন্ন হয় । কম্পাইলারের সাহায্যে রূপান্তরিত প্রোগ্রাম যতবার প্রয়োজন ততবারই চালনা করা যায় বা কার্যকর করা যায় । প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে । এক ভাষার কম্পাইলার দিয়ে অন্য ভাষার অনুবাদের কাজ করা যায় না ।
ইন্টারপ্রিটার (Interpreter):
কম্পাইলারের মত ইন্টারপ্রিটারও একটি অনুবাদক প্রোগ্রাম । ইন্টারপ্রিটার প্রোগ্রামও কম্পাইলারের মতই উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে থাকে । তবে এর অনুবাদ করার পদ্ধতি বা প্রক্রিয়া অন্যরকম । ইন্টারপ্রিটার একটি প্রোগ্রামের প্রতিটি লাইন ভিন্ন ভিন্নভাবে পর্যায়ক্রমে অনুবাদ করে থাকে এবং নির্বাহ করে । একটি লাইন অনুবাদ করে যান্ত্রিক ভাষায় রুপান্তরিত করার কাজ নির্বাহ করা শেষ হলে পরবর্তী লাইনটি অনুবাদ করে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত ও নির্বাহ করে । ইন্টারপ্রিটার এভাবে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন একটি একটি করে অনুবাদ, রূপান্তরিত ও নির্বাহের কাজ সম্পন্ন করে থাকে । কোন লাইনে কোন প্রকার ভুল ধরা পড়লে ইন্টারপ্রিটার সেথানে থেমে যায় । ভুল সংশোধন করে দেওয়ার পর আবার পর্যায়ক্রমে অনুবাদ , রূপান্তর ও নির্বাহের কাজ সম্পাদন করে । প্রোগ্রামের শেষ নির্দেশের অনুবাদ, রূপান্তর ও নির্বাহের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকে ।
কম্পাইলার ও ইন্টারপ্রিটারের তুলনামূলক সম্পর্ক বা পাথর্ক্য:
১. কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে । ফলে প্রোগ্রামের কোথায় বা কোন লাইনে ভূল আছে এবং কি ধরনের ভূল আছে তা একবার প্রদর্শিত হয় । পক্ষান্তরে ইন্টারপ্রিটার যেহেতু একটি একটি করে প্রতিটি লাইনে যান্ত্রিক ভাষায় রূপান্তরের কাজ করে সেহেতু কোন লাইনে ভুল ধরা পড়লে সঙ্গে সঙ্গে প্রদর্শিত ভুল সঙ্গে সঙ্গেই সংশোধন করে নিতে হয় ।
২. কম্পাইলারের সাহায্যে একটি প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করার প্রয়োজন হয় না । যতবার প্রয়োজন ততবারই ব্যবহার করা যায় । কিন্তু ইন্টারপ্রিটারের সাহায্যে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রাম নিয়ে যখনই কাজ করতে হয় তখনই আবার নতুন করে প্রোগ্রামটিকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে নিতে হয় । কারণ কম্পাইলারের সাহায্যে রূপান্তরিত প্রোগ্রাম তেমনভাবে পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয় না । ইন্টারপ্রিটারের সাহায্যে রূপান্তরিত প্রোগ্রাম ভিন্ন লাইন হিসেবে অবস্থান করে ।
প্রোগ্রাম রচনার বিভিন্ন ধাপ
প্রোগ্রাম রচনার সময় বা ব্যবহার করার সময় প্রোগ্রাম রচনাকারী (প্রোগ্রামার) বা ব্যবহারকারীকে শুদ্ধভাবে প্রোগ্রাম রচনা করা বা ব্যবহার করার ব্যাপারে সর্তক থাকতে হয় । নির্ভূলভাবে প্রোগ্রাম রচনার জন্য একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামকে প্রধানত ৪ টি ধাপে বিভক্ত করা হয় এবং শুরু থেকে পর্যায়ক্রমে ধাপগুলো সম্পন্ন করে প্রোগ্রাম রচনার কাজ সম্পন্ন করতে হয় ।
১. প্রয়োজন বা সমস্যা সনাক্ত বা নির্ধারণ করা এবং বিশ্লেষণ করা ।
২. প্রবাহচিত্র (Flowchart) তৈরি করা ।
৩. কোড লেখা (প্রোগ্রাম রচনা করা) ।
৪. ত্রুটি দূর করা (Debugging) ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।