বিসিএস ক্র্যাশ – সংখ্যা পদ্ধতি ও প্রোগ্রামিং – 2

    UHF  ওVHF  তরঙ্গ টেলিভিশনে ব্যবহৃতহয়।

টেলিভিশনে ব্যবহৃত তরঙ্গ রেডিওর তরঙ্গের তুলনায় ছোট।

অন্ধকার জ্বলজ্বল করার জন্য ঘড়ির কাটায় থোরিয়ম ও জিঙ্ক সালাফাইড মিশ্রণের প্রলেপ দেয়া।

মাধ্যম: যে পদার্থের মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হয় তাকে মাধ্যম বলে। এটি মূলত তিন প্রকার।

পরিবাহীঃ মানবদেহ, এসিড, মাটি, ¶ার, এসিড মিশ্রিত পানি

অর্ধ পরিবাহীঃ সিলিকন , জার্মেনিয়ম, আর্সেনিক, বোরন, ক্যাডমিয়াম ইত্যদি।

অন্তরকঃ কাঁচ, রেশম, পশম, রবার, অভ্র ইত্যাদি।

এক্স-রে: দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন সহসা কঠিন ঘাতব পদার্থে আঘাত করলে উহা হতে এ´্র রে উৎপন্ন হয ।

– বিজ্ঞানী রন্টজেন ১৮৯৫ সালে এটি আবিস্কার করনে।

– ব্যবহারঃ (খ) রোগ চিকিৎসা (গ) গোয়েন্দা বিভাগ (ঘ) শিল্প (ঘ) কৃষি¶েত্রে

তেজস্ক্রিয়তা: তেজস্ক্রিয় পদার্থ হতে ¯^তঃস্ফুর্তভাবে অবিরাম এক রহস্যময় কণা বা রশ্মি নির্গত হয় একে তেজস্ক্রিয়তা বলে।

– ১৮৯৬ সালে ফরাসী বিজ্ঞানী হেনরি বেকরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিস্কার করেন।

উদহরণ: ইউরেনিয়ম, নেপচুনিয়াম, বেরিয়াম, রেডিয়াম, পলোনিয়াম ইত্যাদি।

অপটিক্যাল ফাইবার:কাঁচ নির্মিত তন্তু বিশেষ।

তথ্যপরিববহনের আধুনিকতম পরিবাহী।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগানো হয়।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline