
বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
সংখ্যা পদ্ধতি ও প্রোগ্রামিং
এ.সি তড়িৎঃপ্রবাহের দিক যদি নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয় তাহলে সেই প্রবাহকে এসি তড়িৎ বলে।
ডি.সি প্রবাহ
-এ প্রবাহে বিদ্যু সর্বদা একমুখী হয়ে প্রবাহিত হয়।
-ব্যাটারী থেকে ডি.সি প্রবাহ পাওয়া যায়।
আমাদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে ৫০ বার দিকে পরিবর্তন করে।
নাইক্রোম তার আয়রন, নিকেজাল ও ক্রোমিয়াম এর মিশ্রনে উৎপন্ন একটি সংকর ধাতু।নাইক্রোম তারের রোধ বেশী হওয়ায় এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বেশী তাপ উৎপন্ন হয়।বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহৃত হয়।
ফিউজ তার টিন ও সীসার সমন্বয়ে তৈরী করা হয। বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট ট্যাংস্টেন ধাতুর তৈরী।
গায়ের চামড়া শুকনো থাকলে মানবদেহে রোধ ৫০,০০০ওহম হয়।
গায়ের চমড়া ভেজা থাকলে ১০,০০০ওহম।
রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে- ক.পরিবাহীর উপাদনে খ. পরিবাহীর দৈর্ঘ্যে গ. পরিবাহীর প্রস্থচ্ছেদে ঘ. পরিবাহীল তাপমাত্রায়।
পাখি বিদ্যুৎবাহী তারে বসলে সাধারনত বিদ্যুৎস্পৃষ্ট হয়না কারণ বর্তনী পূর্ণ হয় না।
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিটব্রেকার ব্যবহার করা হয অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে।
বাংলাদেশে তড়িৎ এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সার্কেল এর অর্থ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়।
সৌরকোষে রাতেও বিদ্যুৎ প্রবাহ করা সম্ভব যদি এর মধ্যে থাকে স্টোরেজ ব্যাটারী।
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করা হয় কারণ এতে বিদ্যুৎ এর অপচয় কম হয়।
ব্যবহারিক বৈদ্যুতিক ইউনিট সমান এক কিলোওয়াট ঘন্টা।
সর্বাপেক্ষা বেশী দক্ষতা ইঞ্জিন বৈদ্যুতিক ইঞ্জিন।
তাপমাত্রা বৃদ্ধিতে কার্বনের রোধ হ্রাস পায়।
বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।