বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

লাভ-ক্ষতি

 

লাভ = বিক্রয় মূল্য – ক্রয় মূল্য; ক্ষতি = ক্রয় মূল্য – বিক্রয় মূল্য

লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসেব করা হয়।

ধর যাক কোন কিছু ১০% লাভে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য = ক্রয় মূল্যের ১১০%।

ধর যাক কোন কিছু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য = ক্রয় মূল্যের ৯০%।

কৌশলগত সূত্র:

ক্ষতি % = (ক্ষতি x ১০০) / ক্রয় মূল্য
লাভ % = (লাভ x ১০০) / ক্রয় মূল্য
লাভ এর ক্ষেত্রে ক্রয় মূল্য = (১০০/(১০০+ লাভ %)) x বিক্রয় মূল্য
ক্ষতি এর ক্ষেত্রে ক্রয় মূল্য = (১০০/(১০০ – ক্ষতি %)) x বিক্রয় মূল্য

সকল প্রকার ব্যবসায় লাভ ক্ষতি থাকে। লাভ ক্ষতি বের করতে হলে দুইটি পরিমাপক অবশ্যি জানতে হবে, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য।

লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য

আপনি ১০ টাকায় একটি কলম কিনে ১২ টাকায় বিক্রয় করলেন।

আপনার লাভ, ১২-১০ = ২ টাকা।

লাভ কিংবা ক্ষতি নির্ভর করে ক্রয়মূল্যের উপর।

উপরের উদাহরণে আপনার লাভ হয়েছে ২ টাকা এবং সেটি হয়েছে আপনার ক্রয়মূল্যের উপর।

অর্থাৎ ১০ টাকায় আপনার লাভ হয়েছে ২ টাকা। কখনোই ভাববেন না, বিক্রয়মূল্যের উপর লাভ/ক্ষতি হয়েছে অর্থাৎ আমরা কখনো লিখব না ১২ টাকায় লাভ হয়েছে ২ টাকা।

লাভ ক্ষতির অঙ্কে সাধারণত শতকরা থাকে, সেজন্য শতকরা অধ্যায়টি আগে নখদর্পণে নিয়ে আসুন।

এই প্রশ্নটি দেখুনঃ

টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

আমরা মনে করতে পারি প্রতি ৩টি লেবুতে ১ টি লাভ হচ্ছে এবং আমরা লিখতে পারি,

৩ টিতে লাভ হচ্ছে ১ টি/ ১ টিতে কর এবং ১০০ টি তে কত?

কিন্তু এটি ভুল!!

আগেই বলেছি লাভক্ষতি হবে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের উপর—কোন বস্তুর সংখ্যার উপর নয়।

 

তাহলে আমরা অংকটি করব এভাবে,

৩ টির ক্রয়মূল্য ১ টাকা

অর্থাৎ, ১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২ টির ক্রয়মূল্য ১ টাকা

অর্থাৎ, ১ টির বিক্রয়মূল্য ১/২ টাকা

অর্থাৎ, ১/৩ টাকার লেবু কিনে বিক্রয় করছে ১/২ টাকায়।

এবার আপনি অংকটি সহজ নিয়মে করে ফেলুন।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline