বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

রাজনীতি

  • সাংবিধানিক রাজতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন বংশানুক্রমে
  • যুক্তরাজ্য সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে
  • ব্রিটেনে শাসনতান্ত্রিক রাজতন্ত্র সরকার বিদ্যমান
  • কমনওয়েলথের  যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে অস্ট্রেলিয়া
  • ইন্দোনেশিয়ার সরকার প্রধান হলেন প্রেসিডেন্ট
  • মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট
  • যুক্তরাজ্যের রাণী অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান
  • ভূমিবল Thailand র রাজা
  • ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মত  ভোটাধিকার প্রয়োগ করেন মে ২০০৮
  • নেপালের রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে ২০০৭ সালে
  • সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-মালদ্বীপ
  • আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-১৯৭৩ সালে
  • আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় ১৯৮৯ সালে
  • অং সান সুকি’র রাজনৈতিক দল-ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
  • এন এল ডি মায়ানমার বিরোধী দল
  • কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন প্রিন্স নরোদম সিহানুক
  • উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে
  • অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি থাইল্যান্ড
  • দক্ষিণ পূর্ব এশিয়ার  কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না থাইল্যান্ড
  • ইরিয়ানজারা (Irin Jaya) প্রদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে ইন্দোনেশিয়া
  • পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা ইন্দেনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
  • নেপালের সর্বশেষ রাজা ছিলেন–জ্ঞানেন্দ্র
  • ২০০৭ সালে নেপাল ২৪০ বছর এর পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে
  • নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে
  • সার্কভূক্ত দেশে কোন বিশ্ববিদ্যালয় নেই মালদ্বীপে
  • আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ
  • মধ্যপ্রাচ্যের কোন সংবিধান বা সংসদ নেই সৌদি আরব
  • মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সনে
  • সুদান বর্তমানে যে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে-দারফুর সংকট
  • আরব বসন্ত’ বলতে  বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline