বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
রাজনীতি
- সাংবিধানিক রাজতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন বংশানুক্রমে
- যুক্তরাজ্য সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে
- ব্রিটেনে শাসনতান্ত্রিক রাজতন্ত্র সরকার বিদ্যমান
- কমনওয়েলথের যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে অস্ট্রেলিয়া
- ইন্দোনেশিয়ার সরকার প্রধান হলেন প্রেসিডেন্ট
- মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট
- যুক্তরাজ্যের রাণী অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান
- ভূমিবল Thailand র রাজা
- ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করেন মে ২০০৮
- নেপালের রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে ২০০৭ সালে
- সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-মালদ্বীপ
- আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-১৯৭৩ সালে
- আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় ১৯৮৯ সালে
- অং সান সুকি’র রাজনৈতিক দল-ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
- এন এল ডি মায়ানমার বিরোধী দল
- কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন প্রিন্স নরোদম সিহানুক
- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে
- অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি থাইল্যান্ড
- দক্ষিণ পূর্ব এশিয়ার কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না থাইল্যান্ড
- ইরিয়ানজারা (Irin Jaya) প্রদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে ইন্দোনেশিয়া
- পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা ইন্দেনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন–জ্ঞানেন্দ্র
- ২০০৭ সালে নেপাল ২৪০ বছর এর পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে
- নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে
- সার্কভূক্ত দেশে কোন বিশ্ববিদ্যালয় নেই মালদ্বীপে
- আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ
- মধ্যপ্রাচ্যের কোন সংবিধান বা সংসদ নেই সৌদি আরব
- মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সনে
- সুদান বর্তমানে যে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে-দারফুর সংকট
- আরব বসন্ত’ বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - রাজনীতি"