
বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
রবীন্দ্রনাথ ঠাকুর
(রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।)
প্রথম:
কবিতা= হিন্দু মেলা উপহার
কাব্যগ্রন্থ=কবি কাহিনি
উপন্যাস=বউ ঠাকুরাণীর হাট
ছোট গল্প=ভিক্ষারিণী
নাটক=বাল্মিকি প্রতিভা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)
জন্মঃ ৭ই মে, ১৮৬১
বাংলাঃ ২৫ বৈশাখ, ১২৬৮
স্থানঃ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত)
মৃত্যুঃ ৭ই আগস্ট, ১৯৪১
বাংলাঃ ২২ শ্রাবণ, ১৩৪৮
স্থানঃ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত)
পিতাঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
মাতাঃ সারদাসুন্দরী দেবী।
স্ত্রীঃ মৃণালিনী দেবী।
* রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
* রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত সাহিত্যকর্মঃ
১. প্রথম কবিতা = হিন্দুমেলার উপহার।
২. প্রথম কাব্যগ্রন্থ = কবি কাহিনি।
৩. প্রথম উপন্যাস = বউ ঠাকুরাণীর হাট।
৪. প্রথম ছোট গল্প = ভিক্ষারিণী।
৫. প্রথম নাটক = বাল্মিকি প্রতিভা।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।