গলগন্ড রোগ হয়- আয়োডিনের অভাবে।
শিম জাতীয় উদ্ভিদ বাতাস থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে সংগ্রহ করে – নাইট্রোজেন ।
গাছের বয়স নির্ণয় করা হয় – কান্ডের বলয় দেখে ।
উন্নত জাতের গম – আকবর, বরকত, আনন্দ, সোনালিকা, সিংগাপুরী ।
উন্নত জাতের পেয়ারা – কাজি, স্বরূপকাঠি, কাঞ্চননগর ।
উন্নত জাতের টমেটো – মানিক, রতন, বাহার ।
উন্নত জাতের কলা – অমৃত সাগর, মেহের সাগর, সবরী, বলাকা ।
উন্নত জাতের তরমুজ – পদ্মা ।
উন্নত জাতের পেপে – শাহিন ।
গ্রীন হাউস সৃষ্ঠিকারী গ্যাস – কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড ।
ভিটামিন ডি এর প্রধান উৎস – মাছের যকৃতের তেল ।
আয়োডিনের প্রধান উৎস – সামুদ্রিক মাছ, পেঁয়াজ, রসুন ।
জীব দেহের গঠন ও কাজের একক – কোষ ।
হ্যাপ্লয়েড কোষ বলা হয় – জনন কোষকে ।
অবস্থান ও কাজ অনুযায়ী জীব কোষকে প্রধানত ২ প্রকার – (১) দেহ কোষ ও (২) জনন কোষ ।
একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত – (১) কোষ প্রাচীর ও (২) প্রোটোপ্লাজম ।
প্লাস্টিড বা বর্ণাধার তিন প্রকার – (১) ক্লোরোপ্লাস্ট, (২) ক্রোমোপ্লাস্ট ও (৩) লিউকোপ্লাস্ট ।
কন্যা সন্তান জন্ম হওয়ার পেছনে জেনেটিক্যাল ভূমিকা নেই – মায়ের ।
ভাইরাস অর্থ – বিষ ।
জীবের চরিত্র নির্ধারক বলা হয় জীন কে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা - 1"