📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা – 1

ফনিমনসা ফার্ণ জাতীয় উদ্ভিদ

ধানের পরাগায়ন ঘটে –  বাতাসের সাহায্যে

কচু শাকে পাওয়া  যায় – লৌহ

জলজ উদ্ভিদের কান্ড বাতাসে ভাসার কারন – কান্ডে বায়ু কুঠুরি থাকে

এগারিকাস এর প্রচলিত নাম – মাশরুম

বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়

একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে – একটি ( যেমনঃ ধান, গম, নারিকেল, সুপারি, খেজুর, ভূট্টা ইত্যাদি)

দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে – দুইটি ( যেমনঃ ছোলা, সীম, মটর, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি)

উদ্ভিদের মূল অংশ – পাঁচটি ( মূল, কান্ড, পাতা, ফুল ও ফল)

ফুলের মূল অংশ ৫ টি  আর  ফলের মূল অংশ ৩ টি

সম্পুর্ণ ফুলের ৫ টি অংশই থাকে (যেমনঃ জবা, ধুতরা ইত্যাদি)

অসম্পুর্ণ ফুলের ৫ টি অংশ থাকে না (যেমনঃ ঝিঙগা, লাউ, কুমড়া ইত্যাদি)

সর্বাপেক্ষা বৃহত মুকুল – বাঁধা কপি।

সবুজ উদ্ভিদের খাদ্য তৈরী হয় – পাতায়

উদ্ভিদের কোষের উপাদান যেটি রং প্রস্তুত করে – প্লাস্টিড

সবুজ প্লাস্টিড – ক্লোরোপ্লাস্ট ও বর্ণহীন প্লাস্টিড – লিউকোপ্লাস্ট

উদ্ভিদের বিভিন্ন রং বিভিন্ন হওয়ার কারন – ক্রোমোপ্লাস্ট

কোন ফল সবুজ থেকে রঙিন হয় – ক্লোরোপ্লাস্ট উৎপাদন বন্ধ ও জ্যান্থফিলের প্রভাব পড়লে

দিনের আলো উদ্ভিদের ফুল ধারনের উপর প্রভাব বিস্তার করে যাকে বলে –  ফটোপিরিওডিজম।

ছোট দিন ও বড় রাতের উদ্ভিদ – সয়াবিন, আলু, আখ, শিম, তামাক, পাট ইত্যাদি।

বড় দিন ও ছোট রাতের উদ্ভিদ – ঝিঙগা, যব,  পালং শাক ইত্যাদি।

দেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন – ভিটামিনের ।

প্রজননে সাহায্য করে – ভিটামিন ‘ই’ ।

পেনিসিলিন একটি – এন্টিবায়োটিক।

গাছের পাতা ঝরে যায় – প্রস্বেদন কমানোর জন্য।

হাড় ও দাত তৈরীতে প্রয়োজন – ভিটামিন ‘ডি’।

সবুজ তরকারীতে বেশি থাকে – খনিজ পদার্থ ও ভিটামিন।

রাতকানা রোগ হয় – ভিটামিন ‘এ’ এর অভাবে।

কোষের অস্বাভাবিক বৃদ্ধি হলো – ক্যান্সার।

জীব কোষের ধারক ও বাহক – জীন।

মূল, কান্ড, পাতা নেই কিন্তু ক্লোরোরফিল আছে – ছত্রাকে।

পানিতে দ্রবনীয় ভিটামিন – ভিটামিন ‘সি’।

দুধ ও ডিমে পাওয়া যায় – ভিটামিন ‘ডি’।

চর্বিতে দ্রবনীয় ভিটামিন – ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও কে।

কচু খেলে গলা চুলকায় যে কারনে – ক্যালসিয়াম অক্সালেট থাকে।

উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ শোষণ করে – মূলরোম দ্বারা।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস ক্র্যাশ - মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved