📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস ক্র্যাশ – মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা – 1

বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

উদ্ভিদ বিজ্ঞানের জনক – থিওফ্রাস্টাস

উদ্ভিদের শ্রেণীবিন্যাসের জনক –  ক্যারোলাস লিনিয়াস

শ্রেণীবিন্যাসের  ক্ষুদ্রতম একক – প্রজাতি

সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ঠ বিহীন কোষকে বলে – আদিকোষ

সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ঠ কোষকে বলে – প্রকৃত কোষ

জীব ও জড়ের সংযোগ রক্ষাকারী হিসাবে পরিচিত – ভাইরাস

কোষ আবিস্কার করেন – রবার্ট হুক

কোষে শক্তির আধার – মাইটোকন্ড্রিয়া

কোষের বহিস্থ জড় প্রাচীরকে বলে – কোষ প্রাচীর

গাছের প্রাণ আছে প্রমাণ করেন – স্যার জগদীশ চন্দ্র বসু

ছত্রাকের ক্লোরোফিল নেই

গাছের  রং সবুজ হয় – ক্লোরোফিলের জন্য

মিউকর, এগারিকাস, ব্যাঙের ছাতা, পেনিসিলিন হলো – ছত্রাক

পেনিসিলিন একটি এন্টিবায়োটিক, যা  তৈরী হয় – পেনিসিলিয়াম থেকে

শৈবাল স্বভোজী, এদের কোষে নিউক্লিয়াস থাকে।

ব্যাকটেরিয়া আবিস্কার করেন – লিউয়েন হুক

নরম কান্ড জাতীয় উদ্ভিককে বলে – বিরুৎ (যেমনঃ ধান, গম, সরিষা )

ফার্ণ হলো মূল, কান্ড ও পাতায় বিভক্ত অপুস্পক উদ্ভিদ

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস ক্র্যাশ - মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা - 1"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved