বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে। মাইকেল মধুসূদন
মাইকেল মধুসূদন দত্ত
( এটি আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে।)
জসীম উদ্দীন:
নাটকঃ
মনে রাখার কৌশলঃ (পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে)
- পদ্মাপাড়
- বেদের মেয়ে
- মধুমালা
- পল্লীবধূ
- গ্রামের মেয়ে
উপন্যাস:
- বোবা কাহিনী
কাব্যঃ
মনে রাখার কৌশলঃ (হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল)
- হলুদ বরনী,
- জলে লেখন
- হাসু,
- নকশী কাথার মাঠ
- ডালিম কুমার,
- কাফনের মিছিল
- সখিনা,
- সোজন বাদিয়ার ঘাঁট
- সূচয়নী,
- রাখালীর মা
- ভয়াবহ সেই দিনগুলোতে,
- রঙ্গিলা নায়ের মাঝি
- এক পয়সার বাশি,
- মা যে জননী কাদে
- ধানক্ষেত
- বালুচর
- মাটির কান্না
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "বিসিএস ক্র্যাশ - মাইকেল মধুসূদন দত্ত - 1"