
বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
ভাইরাস ও ব্যাকটেরিয়া
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্য রচয়িতা
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক রচয়িতা
বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য রচয়িতা
(মাইকেল মধুসূদন দত্ত আধুনিক যুগের কবি। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে।)
মাইকেল মধুসূদন দত্ত:
১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ শে জানুয়ারী জন্ম। তিনি ২৯ শে জুন ১৮৭৩ সালে কলকাতার আলীপুর হাসপাতালে মৃত্যুবরণ করেণ।
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি।
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র পত্রকাব্য রচয়িতা।
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক রচয়িতা।
বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য রচয়িতা।
বাঙ্গালী হিসেবে তিনি সর্বপ্রথম পাশ্চাত্য পোষাক পরিধান করেন।
১৮৪৩ সালে তিনি ওল্ড মিশন চার্চে খ্রিষ্টধর্ম গ্রহন করেন।
তাঁর প্রথম প্রকাশিত নাটক শর্মিষ্ঠা।
তিনি দুটি প্রহসন লিখেন।
তিলোত্তমাসসম্ভব কাব্য, প্রকাশকাল ১৮৬০, স্বর্গ সংখ্যা ৫।এই কাব্যে তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।
বীরাঙ্গনা কাব্য, প্রকাশকাল ১৮৬২।এটি পত্রকাব্য। পত্রের সংখ্যা ১১।রোমান কবি অভিদেবের হেরোদাইস কা্ব্য অনুসারে রচিত।
ব্রজাঙ্গনা কাব্য হল গীতিকাব্য। এর প্রতিপাদ্য কৃষ্ণের প্রেম।
কৃষ্ণকুমারী নাটকের প্রকাশকাল ১৮৬১ সাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। উল্লেখযোগ্য চরিত্র কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ ও ধনদাস।
পদ্মাবতী নাটকের প্রকাশকাল ১৮৬০ সাল। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম এই নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon