বিসিএস ক্র্যাশ – ব্রিটিশ শাসনামল – 1

বিসিএস ক্র্যাশ পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

ব্রিটিশ শাসনামল

  • বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো — পর্তুগীজরা
  • পতুগীজ নাবিক ভাস্কোডাগামা ভারতবর্ষে আসেন — ১৪৯৮ সালে
  • ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় — ১৪৮৭ সালে
  • পর্তুগীজরা  বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে — ১৫৮০ সালে
  • পর্তুগীজদের পর  বানিজ্যের জন্য বাংলায় আসে — ওলন্দাজরা
  • ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ গঠন করেন — ওলন্দাজগণ, ১৬০২ সালে
  • বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করেন – পেড্রো আলভারেজ কাব্রাল
  • ফরাসিরা  বাংলায় বানিজ্য করতে আগমন করে – ১৬৬৮ সালে
  • ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় – ১৬৬৪ সালে
  • ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় — ১৬০০ সালে
  • ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় — ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে
  • বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে পরাজয় স্বীকার করেন — ফরাসি গর্ভনর কাউন্ট লালী
  • উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে — ইন্দোনেশিয়ায়
  • ফরাসি ও ইংরেজদের মধ্যে প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় — ১৭৪৬ সালে
  • ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে – সুরাটে
  • বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি ছিল — ফোর্ট উইলিয়াম
  • মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় — ১৬৬০ সালে
  • কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ইংরেজ কর্মচারী – জব চার্নক

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline