আপনি যখন তৃতীয় শ্রেণিতে পড়তেন সংখ্যার স্থানীয় মান বের করা শিখেছেনঃ
৪৮৩৯ = ৪* ১০০০ + ৮*১০০ + ৩ * ১০ + ৯
এটিকে লেখা যায়,
৪৮৩৯ = ৪* ১০০০ + ৮*১০০ + ৩ * ১০ + ৯
= ৪*১০৩ + ৮*১০২ + ৩*১০১ + ৯*১০০
প্রথম স্থানীয় অংক থেকে খেয়াল করঃ ১ বা ১০০ গুণ হয়েছে
দ্বিতীয় স্থানীয় অংকঃ ১০ বা ১০১ গুণ হয়েছে
তৃতীয় স্থানীয় অংকঃ ১০০ বা ১০২ গুণ হয়েছে
এখানে ১০ ব্যবহার করা হয়েছে কারণ, এটি দশমিক সংখ্যা।
এবার একটি বাইনারি নাম্বার দেখিঃ ১০১১০
উপরের নিয়ম থেকে আমরা বলতে পারিঃ
প্রথম স্থানীয় অংকঃ ১ বা ২০ গুণ হবে
দ্বিতীয় স্থানীয় অংকঃ ২১ গুণ হবে
তৃতীয় স্থানীয় অংকঃ ২২ গুণ হবে
তাহলে আমরা লিখতে পারিঃ
(১০১১০)২=
প্রথম স্থানীয় অংক——> ০ * ১ = ০
দ্বিতীয় স্থানীয় অংক——>১ * ২১ =২
তৃতীয় স্থানীয় অংক——>১ * ২২= ৪
চতুর্থ স্থানীয় অংক——>০ *২৩ = ০
পঞ্চম স্থানীয় অংক——>১ * ২৪ = ১৬
যোগ করঃ (০+২+৪+১৬) = ২২
তাহলে, (১০১১০)২ = (২২)১০
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "বিসিএস ক্র্যাশ - বাংলা গান - 1"