• পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-  ২ ডিসেম্বর, ১৯৯৭ ।
  • পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশের পক্ষে চীপ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্রগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বধি প্রিয় লারমা ।
  • পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়  -প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ।
  • শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় –  ৫ মার্চ,১৯৯৮ ।
  • শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পন করে – ১০ জানুয়ারি, ১৯৯৮ ।
  • পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়াম্যানের পদ মর্যাদা কি  একজন প্রতিমন্ত্রীর সমান ।
  • SOFA –  Status of forces Agreement.
  • HANA – Humanitarian Assistance needs asssesment.
  • বাংলাদেশ যুক্তরাষ্ট্রে HANA চু্ক্তি স্বাক্ষর  স্বাক্ষরিত করে – আগষ্ট,১৯৯৮ সালে ।
  • বাংলাদেশ CTBT চুক্তি তে স্বাক্ষর করে – ২৪ অক্টোবর, ১৯৯৬ ।
  • বাংলাদেশ CTBT চুক্তি তে স্বাক্ষরকারী  দেশ – ১২৯ তম ।
  • বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে – ৭ মার্চ, ২০০০ ।
  • বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকারী  দেশ – ২৮ তম ।
  • এ পর্যন্ত CTBT চুক্তি তে স্বাক্ষর করে   – ১৭৭ টি দেশ
  • বাংলাদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে – ৮মে, ১৯৯৯ সালে ।
  • বাংলাদেশ মায়ানমার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর, ১৯৯৮ সালে ।
  • বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০ সালে ।
  • বাংলাদেশ-সিঙ্গাপুর বানিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়  – ৩০ আগষ্ট, ২০০০ সালে ।
  • বাংলাদেশ-থাইল্যান্ড আসামী প্রত্যার্পন চুক্তি  স্বাক্ষরিত হয় -৯ জুলাই, ১৯৯৮ সালে ।
  • ঢাকা-কলকাতা বাস চুক্তি স্বাক্ষরিত হয়  – ১৭ জুন, ১৯৯৯ সালে ।
  • গড়াই নদী খনন করার জন্য বাংলাদেশ চুক্তি করেছে  – নেদারল্যান্ড সাথে।
  •  

     

     

     

    চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

    মন্তব্য করুন

    স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

    Click one of our representatives below

    Customer Support
    Customer Support

    Syeda Nusrat

    I am online

    I am offline

    Technical Support
    Technical Support

    Ariful Islam Aquib

    I am online

    I am offline