
ধানঃ
- বাংলাদেশের প্রধান খাদ্যশস্য – ধান
- বাংলাদেশে ধান প্রধানত – ৪ শ্রেণীর যথা: (ক) আমন, (খ) আউশ, (গ) বোরো ও (ঘ) ইরি
- বাংলাদেশের মোট আবাদি জমির ধান চাষ করা হয় – ৭০ ভাগ (প্রায়)
- বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় – ময়মনসিংহ জেলায়
- ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান – চতুর্থ (২০০০-২০০১ অর্থবছরে ধান উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় ছিল)
- ধান উৎপাদনে পৃথিবীতে শীর্ষ দেশ – চীন
- চাল রপ্তানিতে শীর্ষ দেশ – থাইল্যান্ড
- ইরিটম – বাংলাদেশের একটি উন্নতমানের ধান
- ব্রিশাইল – একটি উন্নত জাতের ধান
- আলোক ৬,২০১ – উচ্চ-ফলনশীল এক জাতের ধান
- ‘আলোক ৬,২০১’ আমদানি করা হয়েছে=> ভারত থেকে (আমদানি করেছে ব্র্যাক)
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নাম =>বিরি (BRRI)
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত=> জয়দেবপুরে
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় => ১৯৭০ সালে
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম => BARI
- BARI-এর কাজ => কৃষি উন্নয়ন
- BARI অবস্থিত=> জয়দেবপুর
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়=> ১৯৭৬ সালে
- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) প্রতিষ্ঠিত হয়=> ১৯৬০ সালে
- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত=> ম্যানিলা
- উফসী => উন্নত জাতের আধুনিক ধান চাষ
- সম্প্রতি উদ্ভাবিত বাংলাদেশে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ=> সোনার বাংলা-১, সুপার রাইস, হাইব্রিড হীরা
- সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দুটি নতুন জাতের ধানের নাম => ব্রি-৪৪, ব্রি-৪৫
- ‘বাংলামতি’ এক ধরণের সুগন্ধি ধান
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।