বিসিএস পরীক্ষার লিখিত ও প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের বড় গ্যাসক্ষেত্র তিতাস

সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় তিতাস গ্যাসক্ষেত্র থেকে

সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম  গ্যাস আবিষ্কৃত হয়েছে-১৯৫৫ সালে।

দেশে প্রথম বানিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় ১৯৮৭ সালে

একমাত্র তেল শোধনাগার- ইস্টার্ন রিফাইনারী (চট্টগ্রাম)

বাংলাদেশের সবচেয়ে উন্নতমানের কয়লা- বিটুমিনাস (জয়পুরহাটের জামালগঞ্জ, বড়পুকুরিয়া)

  • বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি-প্রাকৃতিক গ্যাস।
  • প্রাকৃত গ্যাস-প্রাকৃত গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরী হাইড্রোকার্বন।
  • প্রাকৃত গ্যাস -সাধারণত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে।
  • বাংলাদেশের গ্যাস ও তেল ক্ষেত্রের তত্ত্বাবধানের মূল দায়িত্ব পালন করে মন্ত্রনালয়- জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
  • বাংলাদেশে বর্তমানে  মানুষ গ্যাস সুবিধা পাচ্ছে-১৪ ভাগ মানুষ।
  • সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম  গ্যাস আবিষ্কৃত হয়েছে-১৯৫৫ সালে।
  •  টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে => ৭ জানুয়ারি ও ২৪ জুন ২০০৫ সালে
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কর্মরত কোম্পানি => কানাডিয়ান কোম্পানি নাইকো
  • বাংলাদেশে খনিজ তেল আবিস্কৃত হয় ২২ ডিসেম্বর, ১৯৮৬ সালে হরিপুরে
  •  দেশে প্রথম বানিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় ১৯৮৭ সালে
  •  তেল উৎপাদন বন্ধ হয়ে যায় ৭ সেপ্টেম্বর, ১৯৯৪ সালে
  •  দেশে একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারী লিঃ (চট্টগ্রামের পতেঙ্গায়)
  •  বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন
  • পাকিস্তান আমলে (১৯৫১-১৯৭১) পর্যন্ত  গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল- ৮টি।
  • বাংলাদেশ ভূ-খন্ডে তেল গ্যাস অনুসন্ধান শুরু হয়-  ১৯১০ সালে।
  • প্রথম অনুসন্ধান কূপ খনন করা হয়-১৯১০ সালে,চট্টগ্রামের সীতাকুন্ডে।
  • বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়-১৯৫৭ সালে (সিলেটের হরিপুরে)।
  • ছাতকে গ্যাস আবিষ্কৃত হয়-১৯৫৯ সালে।
  • পেট্রোলিয়াম আইন পাস হয়েছে-১৯৭৪ সালে।
  • পিএসসি পূর্ণরূপ -(Production Sharing Contract) প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের উৎপাদন বন্টন চুক্তি।
  • দেশের একমাত্র তেল শোধনাগার  অবস্থিত-ইর্স্টান রিফাইনারী লিঃ চট্টগ্রামের পতেঙ্গায়।
  • তিতাস গ্যাস ক্ষেত্র  অবস্থিত- ব্রাহ্মনবাড়িয়া।
  • ঢাকার সরবরাহ কৃত গ্যাস গ্যাস ক্ষেত্র থেকে আসে-তিতাস গ্যাস ক্ষেত্র।
  • তিতাস-ঢাকা গ্যাস লাইন দৈর্ঘ্য -৯০ কিলোমিটার।
  • দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় গ্যাস ফিল্ড হতে-বাখরাবাদ।
  • বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র -বিবিয়ানা।
  • ১৯৯৭ সালে ১৪ জুন গ্যাস ক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে-মাগুরছড়া গ্যাস ক্ষেত্র।
  • বাংলাদেশে চীনা মাটি পাওয়া গেছে-নেত্রকোণার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা, চট্টগ্রামের পটিয়ায়।
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্র থানায় অবস্থিত-কমলগঞ্জ, মৌলভীবাজার।
  • মাগুরছড়া গ্যসক্ষেত্র কোম্পানী ড্রিলি করে-অক্সিডেন্টাল।
  • দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি-সাংগু।
  • সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে কোম্পানী-কেয়ার্ন এনার্জি।
  • গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও সমপ্রসানের লক্ষ্যে সারাদেশকে টি ব্লকে বিভক্ত করেছে-২৩টি ব্লকে।
  • বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানীটি -ট্যাল্লো।
  • বাংলাদেশে গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ড ঘটে-হরিপুর গ্যাস ক্ষেত্রে ১৯৫৫ সালে।
  • পেট্টোবাংলা পরিত্যক্ত গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায়-ফেনী গ্যাস ক্ষেত্র।
  • খনিজ তেল কি-জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রন।
  • বাংলাদেশে সর্বশেষ আবিস্কৃত গ্যাসক্ষেত্র ‘সুন্দলপুর’ ১৫নং ব্লকে অবস্থিত
  • ‘সুন্দলপুর’ ও ‘সুনেত্র’ গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে বাপেক্স
  • সুনেত্র’ গ্যাসক্ষেত্রটি সুনামগঞ্জ ও নেত্রকোণায় অবস্থিত
  • সুনেত্র গ্যাসক্ষেত্রটি ১১নং ব্লকে অবস্থিত
  • সম্প্রতি আবিস্কৃত কুমিল্লার মুরাদনগরের ভাঙ্গুরা গ্যাসক্ষেত্রটি ৯নং ব্লকে ব্লকে পড়েছে
  • বাংলাদেশের সমুদ্র উপকূলে ২টি (সাঙ্গু ও কুতুবদিয়া )গ্যাসক্ষেত্র রয়েছে
  • দেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্রটির নাম সাঙ্গু
  • সাঙ্গু ১৬নং ব্লকে পড়েছে
  • সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরাসরি জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হয় ১২ জুন, ১৯৯৮ সালে
  • সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে  গ্যাস উত্তোলন করে কেয়ার্ন এনার্জি
  • সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে৬০ মিলিয়ন ঘনফুট ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়
  • বাংলাদেশের বিভিন্ন খনির কাজ করে দেশীয় সংস্থা=> বাপেক্স (BAPEX = Bangladesh Petroleum Exploration & Production Company Limited)
  • BAPEX  প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে ১৪ জুন, ১৯৯৭
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্র  অবস্থিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায়
  •  মাগুরছড়া গ্যাসক্ষেত্র খনন করে অক্সিডেন্টাল (যুক্তরাষ্ট্র)
  • দেশে আবিস্কৃত গ্যাসের মোট মজুদ ২০.৬ ট্রিলিয়ন ঘনফুট
  • দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ ১১.১৭ ট্রিলিয়ন ঘনফুট
  • যদি নতুন গ্যাসক্ষেত্র আবিস্কৃত না হয় তবে দেশের মজুদকৃত গ্যাস  শেষ হবে ২০১৭ সালে
  • সম্প্রতি দেশের  পরিত্যাক্ত গ্যাসক্ষেত্রে গ্যাসের সন্ধান পাওয়া গেছে ফেনী গ্যাসক্ষেত্র
  • সম্প্রতি টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে ৭ জানুয়ারি ও ২৪ জুন ২০০৫ সালে
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কর্মরত কোম্পানি কানাডিয়ান কোম্পানি নাইকো
  • দেশে প্রথম বানিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় ১৯৮৭ সালে
  • তেল উৎপাদন বন্ধ হয়ে যায় ৭ সেপ্টেম্বর, ১৯৯৪ সালে
  • দেশে একমাত্র তেল শোধনাগার কোনটি?ইস্টার্ন রিফাইনারী লিঃ (চট্টগ্রামের পতেঙ্গায়)৤
  • বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন
  • বর্তমানে বাংলাদেশের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে ১৮টি (৭৯টি কূপ হতে)
  • গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ ২টি (ছাতক, কামতা)

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline